স্যন্দন ডিজিটাল ডেস্ক। আগরতলা। ৪ অক্টোবর : দূর্গাপূজা উপলক্ষ্য বন্যায় ক্ষতিগ্রস্তদের মধ্যে বস্ত্র বিতরন করলেন প্রাক্তন কেন্দ্রীয় মন্ত্রী প্রতিমা ভৌমিক। সামনেই দুর্গা পূজা। হাতে গোনা আর মাত্র কয়েকটা দিন বাকি। এইবছর বন্যার ফলে রাজ্যের মানুষের ব্যাপক ক্ষতি হয়েছে। তাই সকলকের দুঃখ কষ্ট দূর করার লক্ষ্যে সমগ্র রাজ্যের মানুষের পাশে দাঁড়াচ্ছেন প্রাক্তন কেন্দ্রীয় মন্ত্রী প্রতিমা ভৌমিক।
শুক্রবার জোলাইবাড়ী বিধানসভা কেন্দ্রের জোলাইবাড়ী বাজার ও কুষারঘাট এলাকায় বন্যায় ক্ষতিগ্রস্থ লোকজনদের মধ্যে ত্রান সামগ্রী ও বস্ত্র বিতরন করেন প্রতিমা ভৌমিক। এইদিনের বস্ত্র বিতরন অনুষ্ঠানে উপস্থিত ছিলেন প্রাক্তন কেন্দ্রীয় মন্ত্রী প্রতিমা ভৌমিক, বিজেপি -র দক্ষিন জেলা সম্পাদক বিকাশ বৈদ্য, যুব মোর্চার প্রদেশ কমিটির সদস্য তমাল বৈদ্য সহ অন্যান্যরা।