Saturday, January 25, 2025
বাড়িরাজ্যবিশ্ব পর্যটন দিবস উপলক্ষে বিভিন্ন কর্মসূচির কথা জানালেন মন্ত্রী সুশান্ত চৌধুরী

বিশ্ব পর্যটন দিবস উপলক্ষে বিভিন্ন কর্মসূচির কথা জানালেন মন্ত্রী সুশান্ত চৌধুরী

স্যন্দন ডিজিটাল ডেস্ক। আগরতলা। ২৫ সেপ্টেম্বর : ২৭ সেপ্টেম্বর বিশ্ব পর্যটন দিবস। ত্রিপুরা পর্যটন নিগম বিশ্ব পর্যটন দিবস উপলক্ষে ২৬ এবং ২৭ সেপ্টেম্বর বিশেষ বিভিন্ন কর্মসূচি গ্রহণ করেছে। বুধবার রাজধানীর গীতাঞ্জলি অতিথি শালায় সাংবাদিক সম্মেলন করে এ কথা জানিয়েছেন মন্ত্রী সুশান্ত চৌধুরী। তিনি বলেন, গত আগস্ট মাসে ব্যাপক বন্যায় ত্রিপুরার মানুষ ক্ষতিগ্রস্ত হয়েছে।

মুখ্যমন্ত্রী এবং সরকার মানুষের পাশে দাঁড়িয়ে সহযোগিতার হাত বাড়িয়ে দিয়েছে। তারপরেও এই বন্যায় যাদের মৃত্যু হয়েছে তাদের পরিবারের হাতে ২৬ সেপ্টেম্বর কিছু কীটের ব্যাগ তুলে দেওয়া হবে। এই ব্যাগ গুলির মধ্যে বিভিন্ন নিত্য প্রয়োজনীয় সরঞ্জাম থাকবে। বন্যায় সারা রাজ্যে মৃত ৩৯ জনের পরিবারের কাছে এই কীটগুলি পাঠানো হবে। অপরদিকে ত্রিপুরার পর্যটন কেন্দ্রের ব্র্যান্ড এম্বাসেটার সৌরভ গাঙ্গুলী ত্রিপুরার বন্যা ক্ষতিগ্রস্তের বিষয়ে খোঁজখবর নিয়েছেন।

 তিনি ১০ লক্ষ টাকা ত্রিপুরার ক্ষতিগ্রস্ত মানুষের জন্য পাঠিয়েছেন। সেই অর্থ রাশি দিয়ে বিভিন্ন সরঞ্জাম বন্যার কবলিত এলাকাগুলোতে পাঠানো হবে বলে জানিয়েছেন মন্ত্রী সুশান্ত চৌধুরী। তিনি বলেন, পর্যটন দিবসের মূল অনুষ্ঠানটি আগামী ২৭ সেপ্টেম্বর পর্যন্ত পাশে অনুষ্ঠিত হবে। উপস্থিত থাকবেন মুখ্যমন্ত্রী ডাক্তার মানিক সাহা।

এবছর থিম রাখা হয়েছে পর্যটন এবং শান্তি। সম্প্রতি বন্যায় যারা মানুষকে উদ্ধারের কাজে বড় ভূমিকা পালন করেছে তাদের ২৭ সেপ্টেম্বর মূল অনুষ্ঠানে সংবর্ধনা জানিয়ে পুরস্কৃত করা হবে। এদিন একটি সাংস্কৃতিক অনুষ্ঠানেরও আয়োজন করা হবে। এই অনুষ্ঠানে উপস্থিত থাকবেন পশ্চিমবঙ্গের প্রখ্যাত গায়ক শ্রীকান্ত আচার্যী বলে জানান মন্ত্রী। মন্ত্রী আরও জানিয়েছেন ত্রিপুরার পর্যটন কেন্দ্রগুলোকে সাজিয়ে তুলতে পরিকাঠামোগত আরো উন্নত করা হবে আগামী দুই বছরে। আয়োজিত সাংবাদিক সম্মেলনে এদিন মন্ত্রী ছাড়াও উপস্থিত ছিলেন ত্রিপুরা পর্যটন নিগমের অন্যান্য আধিকারিক।

সম্পরকিত প্রবন্ধ

একটি উত্তর ত্যাগ

আপনার মন্তব্য লিখুন দয়া করে!
এখানে আপনার নাম লিখুন দয়া করে
Captcha verification failed!
CAPTCHA user score failed. Please contact us!

সবচেয়ে জনপ্রিয়

সাম্প্রতিক মন্তব্য