স্যন্দন ডিজিটাল ডেস্ক। আগরতলা। ২৫ সেপ্টেম্বর : সম্প্রতি বিতর্কিত জে আর বি টি -র গ্রুপ ডি মেধা তালিকা প্রকাশ হয়েছে। কিন্তু মেধা তালিকা প্রকাশ হওয়ার আগে থেকেই যুব কংগ্রেস এবং প্রদেশ কংগ্রেসের পক্ষ থেকে দাবি তোলা হয় ফলাফল প্রকাশ করার সময় যাতে একটি অপেক্ষার তালিকাও প্রকাশ করা হয়। কারণ বহু যুবক যুবতী রয়েছে যারা গ্রুপ সি কিংবা অন্য কোন দপ্তরে চাকরি আগেই পেয়ে গেছে।
তাই নির্ধারিত দিনের মধ্যে যদি গ্রুপ ডি চাকরি প্রাপ্ত কোন যুবক-যুবতী চাকরিতে যোগদান না করে তাহলে সে অপেক্ষা তালিকা থেকে চাকরি দেওয়া যাবে। কিন্তু সেই দাবি মান্যতা দেয়নি জিআরবিটি। দ্বিতীয়ত গ্রুপ ডি -র মৌখিক পরীক্ষা এবং লিখিত পরীক্ষার নম্বর যাতে প্রকাশ করা হয়। কিন্তু সেটাও মান্যতা দেয়নি জে আর বি টি। তারপর যুব কংগ্রেসের পক্ষ থেকে জেআরবিটির অফিসে গিয়ে ডেপুটেশন প্রদান করে দাবি করা হয়েছিল অবিলম্বে যাতে দুটি দাবি প্রাধান্য দেয়। সংশ্লিষ্ট দপ্তরের আধিকারিক আশ্বস্ত করেছিলেন তারা মৌখিক এবং লিখিত পরীক্ষার নম্বর অবিলম্বে প্রকাশ করবে। কিন্তু লক্ষ্য করা যাচ্ছে দপ্তর ঘুমে রয়েছে। মেধা তালিকা প্রকাশ হওয়ার ১৫ দিন হয়ে গেল দাবি গুলি কোন গুরুত্ব দিচ্ছে না জেআরবিটি। এরই জন্য আবারও সরব হলো যুব কংগ্রেস।
বুধবার সংশ্লিষ্ট দপ্তরের অধিকর্তার সাথে দেখা করে দাবি জানায় অবিলম্বে দুই দফা দাবি পূরণ করার জন্য। যদি অপেক্ষা তালিকা প্রকাশ করে তাহলে হয়তো যারা চাকরিতে যোগদান করবে না তাদের প্রায় ৯ শতাধিক থেকে এক হাজার যুবক যুবতী চাকরি পেয়ে যাবে। পুনরায় শুন্যপদ সৃষ্টি হবে না। অপরদিকে নম্বর প্রকাশ হলে যুবক যুবতীরা বুঝতে পারবে তারা কত পেয়েছে পরীক্ষায়। বুধবার ডেপুটেশন প্রদান করার পর যুব কংগ্রেস সভাপতি নীলকমল সাহা এ বিষয়ে বিস্তারিত জানিয়েছেন। সঙ্গে ছিলেন যুব কংগ্রেস নেতা শাহজাহান ইসলাম, কৃষ্ণেন্দু ঘোষ সহ অন্যান্যরা।