স্যন্দন ডিজিটাল ডেস্ক। আগরতলা। ১৬ সেপ্টেম্বর : সোমবার এক অনুষ্ঠানের মধ্য দিয়ে আগরতলার প্রেস ক্লাবে ত্রিপুরা মাটির উর্বরতা বইয়ের মলাট উন্মোচন হয়। রাজ্যপাল ইন্দ্র সেনা রেড্ডি নাল্লু এর উদ্বোধন করেন। তিনি অনুষ্ঠানে বক্তব্য রেখে বলেন, প্রধানমন্ত্রী নরেন্দ্র মোদি কৃষিকে বিশেষ গুরুত্ব দিয়ে দেখছেন। কারণ কৃষি অন্যতম একটি গুরুত্বপূর্ণ স্থান।
কৃষকদের কিভাবে সহযোগিতা করে এগিয়ে নেওয়া যায় সে বিষয়ে বিভিন্ন উদ্যোগ ও বহন করা হয়েছে। এইদিনের অনুষ্ঠানে অন্যান্যদের মধ্যে উপস্থিত ছিলেন প্রেসক্লাবের সভাপতি জয়ন্ত ভট্টাচার্যী, ডক্টর বিও চৌধুরী, বইয়ের লেখক ইন্দ্রজিৎ চক্রবর্তী সহ অন্যান্যরা।