স্যন্দন ডিজিটাল ডেস্ক। আগরতলা। ১৬ সেপ্টেম্বর : প্রতিবছরের মতো এবারো জশনে জুলুছে ঈদ-এ মিলাদুন্নবী উপলক্ষে সোমবার সকালে আগরতলা শহরে ত্রিপুরা গাউছিয়া সমিতির পক্ষ থেকে জশনে জুলুছে ঈদ-এ মিলাদুন্নবী সাল্লাল্লাহু আলাইহি ওয়া সাল্লামের আয়োজন করা হয়।
এইদিন ইন্দ্রনগর গাউছিয়া জামে মসজিদ প্রাঙ্গণ থেকে এই মিছিল বের হয়। মিছিলটি আগরতলা শহরের বিভিন্ন পথ পরিক্রমা করে পুনঃরায় ইন্দ্রনগর গাউছিয়া জামে মসজিদের সামনে গিয়ে শেষ হয়।