Monday, December 23, 2024
বাড়িরাজ্যলেইক চৌমুহনি বাজারে পূজা কমিটির বৈঠকের উপর আক্রমণ দুর্বৃত্তদের

লেইক চৌমুহনি বাজারে পূজা কমিটির বৈঠকের উপর আক্রমণ দুর্বৃত্তদের

স্যন্দন ডিজিটাল ডেস্ক। আগরতলা। ২৮ আগস্ট : বুধবার দুপুর বারোটা নাগাদ রাজধানীর লেইক চৌমুহনি বাজারে পূজা কমিটির বৈঠকের উপর আক্রমণ সংগঠিত করল বাজারের দুই ব্যবসায়ীর নেতৃত্বে বহিরাগতরা । এই ঘটনায় উত্তপ্ত হয়ে উঠে গোটা বাজার। ঘটনার পর সাথে সাথে আহতদের উদ্ধার করে নিয়ে যাওয়া হয় আই জি এম হাসপাতালে। অভিযোগ ঘটনা সংঘটিত করে গা ঢাকা দেয় অভিযুক্ত দুই ব্যবসায়ী প্রার্থ রায় এবং শ্যামল সাহা সহ বহিরাগতরা।

ঘটনার বিবরণে জানা যায়, পূর্ব ঘোষণা অনুযায়ী আসন্ন দুর্গাপূজা নিয়ে লেইক চৌমুহনি বাজার কমিটির বৈঠক ছিল বুধবার দুপুর বারোটায়। যথারীতি বৈঠক শুরু হওয়ার পর দুর্বৃত্তরা এসে বৈঠকের উপর আক্রমণ সংগঠিত করে বলে অভিযোগ। এতে রক্তাক্ত হয় বাজারের বর্তমান কমিটির কয়েকজন। এক ব্যবসায়ী জানান, ২০২৩ সালের ২২ মার্চ এলাকার বিধায়ক সুরজিৎ দত্তের অনুমতিতে বর্তমান কমিটি গঠন হয়েছিল। তারপর বাজারে সমস্ত কাজকর্ম সঠিকভাবেই চলছিল। এরই মধ্যে বিধায়ক প্রয়াত হওয়ার পর থেকেই বাজারে কমিটি পরিবর্তনের আওয়াজ তুলে কিছু ব্যবসায়ী। কিন্তু বর্তমান কমিটির বাজারের উন্নয়নের সব ধরনের কাজ ঠিকঠাকভাবে করায় কমিটি ভাঙ্গা হয়নি। এরই মধ্যে বুধবার দুপুরে দুর্বৃত্তরা কমিটি ভাঙার দাবি করে আক্রমণ সংগঠিত করেছে। আহত ব্যবসায়ীর নাম রবীন্দ্র দেববর্মা।

 এই ঘটনায় কয়েকজন অল্পবিস্তারে আহত হয়। খবর দেওয়া হয় পুলিশকে। পুলিশ ঘটনাস্থলে ছুটে আসে। অভিযুক্তদের বিরুদ্ধে থানায় লিখিতভাবে মামলা করা হয়েছে বলে জানায় আক্রান্ত ব্যবসায়ীরা। তবে এদিনের ঘটনা ইঙ্গিত করেছে নয়া বিধায়ক দীপক মজুমদার যদি কমিটি নিয়ে চূড়ান্ত কোন সিদ্ধান্ত গ্রহণ না করে তাহলে পরিস্থিতি ভয়াবহ হতে পারে। হয়তো আজ রক্ত ঝরেছে, কাল বড়সড় ঘটনাও ঘটতে পারে এই বহু প্রাচীন স্বনামধন্য বাজারে। তবে পরিস্থিতি বর্তমানে থমথমে। ঘটনার পর বাজারের দুই পক্ষের মধ্যেই ক্ষোভ বিরাজ করছে। এখন দেখার বিষয় পরিস্থিতি কোন দিকে এগিয়ে যায়।

সম্পরকিত প্রবন্ধ

সবচেয়ে জনপ্রিয়

সাম্প্রতিক মন্তব্য