স্যন্দন ডিজিটাল ডেস্ক। আগরতলা। ২৮ আগস্ট : কংগ্রেস এবং বিজেপি মিলে গঠন করলো পঞ্চায়েত। ঘটনা কৈলাসহরের গৌরনগর ব্লকের অধীনে ভগবান নগর গ্রাম পঞ্চায়েতে। এগারো আসন বিশিষ্ট ভগবান নগর গ্রাম পঞ্চায়েতে সদ্য সমাপ্ত ত্রিস্তর পঞ্চায়েত নির্বাচনে সি.পি.আই.এম দলের পাঁচজন সদস্য এবং কংগ্রেস দলের তিনজন সদস্য এবং বিজেপি দলের তিনজন সদস্য ভোটে জয়লাভ করেছিলো।
ভোটের পূর্বে গৌরনগর ব্লকের অন্যান্য গ্রাম পঞ্চায়েতে কংগ্রেস এবং সি.পি.আই.এম এই দুই দলের মধ্যে জোট হয়ে একসাথে মিলেমিশে ভাগাভাগি করে প্রার্থী দিলেও ভগবান নগর গ্রাম পঞ্চায়েতে কংগ্রেস এবং সি.পি.আই.এম এই দুই দলের মধ্যে জোট হয়নি। ভগবান নগর গ্রাম পঞ্চায়েতে কংগ্রেস এবং সি.পি.আই.এম দুই দলই আলাদা আলাদা ভাবে এগারো আসনেই প্রার্থী দিয়েছে। ভোট গননার পর দেখা যায় বিজেপি, কংগ্রেস, সি.পি.আই.এম কোনো দলই একক ভাবে ভগবান নগর পঞ্চায়েতে সংখ্যাগরিষ্ঠতা পায়নি। সবাই ভেবেছিলো কংগ্রেস এবং সি.পি.আই.এম মিলে পঞ্চায়েত গঠন করবে। কিন্তু সব অংক পাল্টে যায় শপথ গ্রহণ অনুস্টানে। আটাশ আগস্ট বুধবার দুপুরে ভগবান নগর গ্রাম পঞ্চায়েত অফিসে কড়া নিরাপত্তার মধ্যে শপথ গ্রহণ অনুষ্ঠান শুরু হয়েছিলো। প্রথমে পঞ্চায়েত সদস্য হিসেবে এগারো জনই শপথ গ্রহণ করে।
পরবর্তী সময় প্রধান হিসেবে সি.পি.আই.এম দলের পক্ষ থেকে সি.পি.আই.এম দলের নির্বাচিত পঞ্চায়েত সদস্য ফরিদা বেগমের নাম প্রস্তাব করার সাথেই বিজেপি দলের পক্ষ থেকে প্রধান হিসেবে কংগ্রেস দলের নির্বাচিত পঞ্চায়েত সদস্যা নেহার বেগমের নাম প্রস্তাব করা হয় এবং নেহার বেগম প্রধান নির্বাচিত হয়ে যায়। পরবর্তী সময়ে বিজেপি দলের নির্বাচিত পঞ্চায়েত সদস্য প্রসেনজিত মালাকার উপ প্রধান হিসেবে নির্বাচিত হয়ে যান। সি.পি.আই.এম দলের ৫ জন পঞ্চায়েত সদস্য থাকার পরও কংগ্রেস দলের ৩ জন পঞ্চায়েত সদস্য সি.পি.আই.এম দলকে সমর্থন না করায় ক্ষোভ প্রকাশ করেছেন সি.পি.আই.এম দলের নির্বাচিত পঞ্চায়েত সদস্য বিজয় দাস। অন্যদিকে বিজেপি নেতা সন্দীপ দেবরায় নব নির্বাচিত পঞ্চায়েতের প্রধান এবং উপ প্রধানকে সাথে নিয়ে জানান, সময়ের তাগিদে এবং গ্রামবাসীর চাহিদা অনুযায়ী কংগ্রেসের তিনজন পঞ্চায়েত সদস্যদের সাথে নিয়ে বিজেপি দল পঞ্চায়েত গঠন করেছে। কারন, সি.পি.আই.এম দল রাষ্ট্র বিরোধী দল। এই রাস্ট্র বিরোধী দলের কাছ থেকে মানুষকে বাঁচাতেই এই জোট করা হয়েছে বলে জানান তিনি। তবে এ ধরনের নজির বিহীন ঘটনা ভগবান নগরবাসীকে চমক লাগিয়ে দিয়েছে।