স্যন্দন ডিজিটাল ডেস্ক। আগরতলা। ২৮ আগস্ট :বন্যা পরিস্থিতি নিয়ে এখন পর্যন্ত তিপ্রা মথাকে মানুষের পাশে দেখা যায়নি। সবকটি রাজনৈতিক দল থেকে শুরু করে বিভিন্ন সংগঠন ও মানুষ ব্যক্তিগতভাবে বন্যা দুর্গতদের পাশে দাঁড়িয়েছে। এ বন্যায় ক্ষতিগ্রস্ত হয়েছে জাতি জনজাতি সব অংশের মানুষ। যাদের মৃত্যু হয়েছে তাদের মধ্যে সিংহভাগ জনজাতি অংশের মানুষ। কিন্তু তাদের পাশে এখন পর্যন্ত দাঁড়ায়নি তিপ্রা মথা। আবার সারা বছরই তারা জনজাতি দরদী বলে নিজেদের দাবি করে।
আবার এরই মধ্যে গত ২৫ আগস্ট রানীরবাজারের দুর্গানগরে ঘটে যাওয়া ঘটনা নিয়ে তীব্র নিন্দা বর্ষণ করেছে বুধবার। এদিন তিপ্রা মথার কেন্দ্রীয় কার্যকারী কমিটি সাংবাদিক সম্মেলন ডেকে নিজেদের আবারো মানুষের দরদী বলে দাবি করতে চাইল। এদিনের সাংবাদিক সম্মেলনে উপস্থিত ছিলেন তিপ্রা মথার মাইনোরিটি সেলের চেয়ারম্যান শাহ আলম জানান, মহারাজা বীর বিক্রম কিশোর মানিক্য হলেন ত্রিপুরা রাজ্যের আধুনিক রূপকার। এই রাজ্যে গত ২৫ আগস্ট রানির বাজারে যে ঘটনা সংঘটিত হয়েছে তা অত্যন্ত নিন্দনীয়। ক্ষয়ক্ষতি হয়েছে প্রায় ১৮ থেকে কুড়িটি বাড়ি ঘর সহ মানুষের ব্যক্তিগত সম্পত্তি। ক্ষয়ক্ষতির মূল্য প্রায় ১ কোটি ৩০ লক্ষ টাকা। রাজ্য সরকার এবং কেন্দ্র সরকার যাতে এ বিষয়টি গুরুত্ব অনুধাবন করে ক্ষয়ক্ষতি মিটিয়ে দেয় এবং যারা এই ঘটনার সাথে জড়িত তাদের গ্রেপ্তার করে শাস্তির ব্যবস্থা করে তার জন্য দাবি জানান তিনি। আয়োজিত সাংবাদিক সম্মেলনে এদিন এছাড়াও উপস্থিত ছিলেন তিপ্রা মথার নেতা মেবার কুমার জমাতিয়া সহ অন্যান্যরা।