Sunday, December 22, 2024
বাড়িরাজ্যমনিপুরের মতো বাকী জায়গায় আগুন লাগাতে কেন্দ্রীয় স্বরাষ্ট্রমন্ত্রী রাজ্যে এসেছেন : কংগ্রেস

মনিপুরের মতো বাকী জায়গায় আগুন লাগাতে কেন্দ্রীয় স্বরাষ্ট্রমন্ত্রী রাজ্যে এসেছেন : কংগ্রেস

স্যন্দন ডিজিটাল ডেস্ক। আগরতলা। ২২ ডিসেম্বর : রবিবার প্রদেশ কংগ্রেসের জেলা সভাপতি ও ব্লক সভাপতিদের নিয়ে এক গুরুত্বপূর্ণ বৈঠক অনুষ্ঠিত হয়। প্রদেশ কংগ্রেস ভবনে হয় এই বৈঠক। বৈঠকে পৌরহিত করেন সর্বভারতীয় কংগ্রেসের সম্পাদক খীষ্টোফার তিলক। সঙ্গে উপস্থিত ছিলেন প্রদেশ কংগ্রেস সভাপতি আশীষ কুমার সাহা, বিধায়ক সুদীপ রায় বর্মন সহ অন্যান্য নেতৃত্ব। সর্বভারতীয় কংগ্রেসের সম্পাদক খীষ্টোফার তিলক সংবাদ মাধ্যমে মুখোমুখি হয়ে বলেন, কংগ্রেসের সংগঠন নিয়ে আলোচনা করতে তিনি রাজ্যে এসেছেন।

জেলা কংগ্রেস সভাপতি এবং ব্লক কংগ্রেস সভাপতিদের সাথে বৈঠক করে সংগঠন কিভাবে মজবুত করা যায় সে বিষয়ে অবগত করেছেন। বিশেষ করে আগামী তিন বছর কিভাবে রাজ্যে সংগঠন মজবুত করে কাজ করতে হবে সে বিষয়ে আলোচনা করা হয়েছে। একই সাথে কোন বিষয়গুলির উপর সংগঠনের নেতৃত্বের গুরুত্ব দিতে হবে এবং লড়াই করতে হবে সেই বিষয়ে অবগত করা হয়েছে। একই সাথে তিনি আরো বলেন, স্বরাষ্ট্রমন্ত্রী অমিত শাহ ডঃ বি আর আম্বেদকর নিয়ে কুরুচিকার মন্তব্য করার পেছনে বড় একটি কারণ রয়েছে।

আরএসএস পরিচালিত বিজেপি চাইছে সংবিধান পরিবর্তন করে মনো সংস্কৃতি নিয়ে আসার জন্য। এটা তাদের দীর্ঘদিনের প্রচেষ্টা। তাই এখন তারা আম্বেদকরের নীতিকে নিচু করতে উঠে পড়ে লেগেছে। পাশাপাশি সংবাদ মাধ্যমকে তিনি আরো জানান, এনইসি বৈঠক একটি সাধারণ বিষয়। কিন্তু কেন্দ্রীয় স্বরাষ্ট্রমন্ত্রী রাজ্যে আসা নিয়ে কটাক্ষ করে তিনি বলেন, মনিপুরে আগুন লাগিয়েছে। এখন বাকি জায়গাগুলিতেও আগুন লাগানোর জন্য এসেছেন বলে দাবি করলেন তিনি।

সম্পরকিত প্রবন্ধ

একটি উত্তর ত্যাগ

আপনার মন্তব্য লিখুন দয়া করে!
এখানে আপনার নাম লিখুন দয়া করে
Captcha verification failed!
CAPTCHA user score failed. Please contact us!

সবচেয়ে জনপ্রিয়

সাম্প্রতিক মন্তব্য