Sunday, December 22, 2024
বাড়িরাজ্যত্রিপুরার বিদ্যুৎ নিগমের ভবিষ্যৎ নিয়ে আশঙ্কা ব্যক্ত করলেন প্রাক্তন বিদ্যুৎ মন্ত্রী

ত্রিপুরার বিদ্যুৎ নিগমের ভবিষ্যৎ নিয়ে আশঙ্কা ব্যক্ত করলেন প্রাক্তন বিদ্যুৎ মন্ত্রী

স্যন্দন ডিজিটাল ডেস্ক। আগরতলা। ২২ ডিসেম্বর : সৌরশক্তি বিদ্যুতের সমস্যার সমাধান করবে সেটা বলা কঠিন। বরং যে বিদ্যুৎ ব্যবস্থাগুলি রাজ্য ছিল সেগুলি আজ বন্ধের পথে। রবিবার রাজধানীর মেলার মাঠ স্থিত কৃষক- ক্ষেতমজুর ভবনে ১৭ তম বার্ষিক রাজ্য সম্মেলনে এর উদাহরণ টেনে প্রাক্তন বিদ্যুৎ মন্ত্রী মানিক দে বলেন, বড়মুড়ায় যে বিদ্যুৎ ব্যবস্থা ছিল সেটা আজ বন্ধ হয়ে গেছে। সেখান থেকে প্রায় ৪০ মেগাওয়াট বিদ্যুৎ আসতো।

 রুখিয়া থেকে ৬০ মেগাওয়াট বিদ্যুৎ আসতো। বর্তমানে সেখান থেকে মাত্র ১৯ মেগাওয়াট বিদ্যুৎ আসে। কিন্তু ২০১৮ সালের আগে রাজ্যে একশ মেগাওয়াটের অধিক বিদ্যুৎ উৎপন্ন হতো। বর্তমানে সারা রাজ্য থেকে কুড়ি মেগাওয়াট বিদ্যুৎ উৎপন্ন হয় না। এতে কর্মী মহলের আশঙ্কা আগামী দিন কিভাবে বিদ্যুতের চাহিদা মেটাবে এবং তাদের বেতন ভাতা হবে। আর এভাবে চলতে থাকলে আগামী দিন বাইরে থেকে ত্রিপুরাকে বিদ্যুৎ কিনতে হবে। ফলে ঋণের বোঝাও বাড়বে। একটা সময় আসবে হয়তো কোম্পানি বন্ধ হয়ে যেতে পারে। সুতরাং বিদ্যুৎ নিগমকে একটা ভয়ংকর দিকে ঠেলে দেওয়া হচ্ছে বলে আশঙ্কা ব্যক্ত করলেন তিনি এবং সংগঠনের নেতৃত্ব। তাই এ বিষয়গুলি আজকের সম্মেলনে গুরুত্ব পেয়েছে বলে জানান তিনি। তিনি বলেন এভাবে চলতে থাকলে একদিন বিদ্যুৎ নিগম রুগ্ন হয়ে যাবে।

এর থেকে কিভাবে বিদ্যুৎ নিগমকে রক্ষা করা যায় এবং মানুষকে কিভাবে বিদ্যুৎ পরিষেবা দেওয়া যায় সে বিষয়ে আলোচনা হয়েছে। একই সাথে সারাদেশে যেভাবে বিদ্যুৎ নিগম বেসরকারি সংস্থার হাতে তুলে দেওয়া হচ্ছে তার বিরোধিতা করে আলোচনা হয়েছে বলে জানিয়েছেন প্রাক্তন মন্ত্রী মানিক দে। তিনি জানান এ বিষয়গুলো নিয়ে আগামী দিন লড়াই শুরু হবে সারা রাজ্যেও। আরো বলেন, বিদ্যুৎ নিগমে এখন কোন নিযুক্তি নেই। তারা পরিষেবা দিতে গিয়ে আক্রান্ত হচ্ছে। সরকার শুধুমাত্র উন্নয়নের কথা বলছে, কিন্তু কাজের কাজ কিছুই হচ্ছে না। তাই জনগণকে সঙ্গে নিয়ে সংগ্রামে নামতে গুরুত্বপূর্ণ আলোচনা হয়েছে বলে জানান শ্রী দে। আয়োজিত সম্মেলনে এই দিন এছাড়া উপস্থিত ছিলেন সংগঠনের অন্যান্য নেতৃত্ব।

সম্পরকিত প্রবন্ধ

একটি উত্তর ত্যাগ

আপনার মন্তব্য লিখুন দয়া করে!
এখানে আপনার নাম লিখুন দয়া করে
Captcha verification failed!
CAPTCHA user score failed. Please contact us!

সবচেয়ে জনপ্রিয়

সাম্প্রতিক মন্তব্য