Tuesday, October 8, 2024
বাড়িরাজ্যজার্নালিস্ট ইউনিয়নের উদ্যোগে স্বাস্থ্য শিবিরের আয়োজন

জার্নালিস্ট ইউনিয়নের উদ্যোগে স্বাস্থ্য শিবিরের আয়োজন

স্যন্দন ডিজিটাল ডেস্ক। আগরতলা। ২৮ আগস্ট : ত্রিপুরা জার্নালিস্ট ইউনিয়ন সোনামুড়া মহকুমা কমিটির পক্ষ থেকে বুধবার এক স্বাস্থ্য শিবিরের আয়োজন করা হয়। বেজিমারা এলাকায় হয় এই স্বাস্থ্য শিবির। উপস্থিত ছিলেন সোনামুড়া হাসপাতালের চিকিৎসক ও স্বাস্থ্য কর্মীরা। তারা বেজিমারা গ্রামের পূর্ব কলোনি এবং পশ্চিম কলোনি এলাকার বন্যা কবলিত মানুষকে চিকিৎসা পরিষেবা দেওয়া হয়। উপস্থিত ছিলেন চিকিৎসক পার্থপ্রতিম দাস।

তিনি জানান, বন্যা জনিত কারণে ডায়রিয়া, কলেরা সহ বিভিন্ন রোগ হওয়ার আশঙ্কা রয়েছে। তাই ত্রিপুরার জার্নালিস্ট ইউনিয়ন সোনামুড়া মহকুমা কমিটির পক্ষ থেকে স্বাস্থ্য শিবিরের আয়োজন করা হয়েছে। চিকিৎসক ও স্বাস্থ্যকর্মীরা জার্নালিস্ট ইউনিয়নের আহবানে মানুষকে পরিষেবা দিতে এগিয়ে এসেছে।

সম্পরকিত প্রবন্ধ

সবচেয়ে জনপ্রিয়

সাম্প্রতিক মন্তব্য