স্যন্দন ডিজিটাল ডেস্ক, আগরতলা, ১৬ জুন : ২০২৬ সালের জানুয়ারি মাসে সারা ভারত গণতান্ত্রিক নারী সমিতির সর্বভারতীয় সম্মেলন অনুষ্ঠিত হবে। এই সম্মেলনকে সামনে রেখে প্রতিটি রাজ্যে অনুষ্ঠিত হচ্ছে রাজ্য সম্মেলন। রাজ্য সম্মেলনের আগে বিভিন্ন অঞ্চল সম্মেলন অনুষ্ঠিত হচ্ছে।
ত্রিপুরা রাজ্যের মোট ১ হাজার ৪৬৮টি প্রাথমিক কমিটির সম্মেলন প্রায় শেষের পথে। এই সম্মেলনকে কেন্দ্র করে বিভিন্ন কর্মসূচি পালন করা হচ্ছে। সারা ভারত গণতান্ত্রিক নারী সমিতির দ্বাদশ তম পূর্ব আগরতলা অঞ্চল সন্মেলনকে সামনে রেখে সোমবার ধলেশ্বর এলাকায় পথ চলতি সাধারন মানুষের মধ্যে গাছের চারা বিতরণ করা হয়। এইদিন সাড়া ভারত গণতান্ত্রিক নারী সমিতির নেত্রীরা পথ চলতি সাধারন মানুষের হাতে গাছের চারা তুলে দেন।