Tuesday, January 14, 2025
বাড়িরাজ্য৪ সেপ্টেম্বর থেকে তিনদিনের বিধানসভা অধিবেশন

৪ সেপ্টেম্বর থেকে তিনদিনের বিধানসভা অধিবেশন

স্যন্দন ডিজিটাল ডেস্ক। আগরতলা। ২৮ আগস্ট : আগামী ৪ সেপ্টেম্বর থেকে ৬ সেপ্টেম্বর পর্যন্ত ৩ দিন ব্যাপী অনুষ্ঠিত হবে ত্রিপুরা বিধানসভার অধিবেশন। বুধবার বিধানসভার অধিবেশনকে সামনে রেখে বিএসি কমিটির বৈঠক অনুষ্ঠিত হয় বিধানসভায়। বৈঠক শুরু হওয়ার আগে বন্যায় মৃতদের আত্মার সদগতি কামনা করে নিরবতা পালন করা হয়। এইদিনের বৈঠকে উপস্থিত ছিলেন বিধানসভার অধ্যক্ষ বিশ্ববন্ধু সেন, মন্ত্রী রতন লাল নাথ, মন্ত্রী সুশান্ত চৌধুরী, বিধানসভার মুখ্য সচেতক কল্যাণী রায়, মন্ত্রী অনিমেষ দেববর্মা, বিরোধী দলনেতা জিতেন্দ্র চৌধুরী সহ অন্যান্যরা। বৈঠক শেষে মন্ত্রী রতন লাল নাথ জানান, বৈঠকে সকলে উপস্থিত ছিলেন।

শুধুমাত্র কংগ্রেসের একজন প্রতিনিধি অনুপস্থিত ছিলেন। সর্বসম্মতি ক্রমে সিদ্ধান্ত হয়েছে এইবার তিন দিনের জন্য বিধানসভার অধিবেশন বসবে। কারণ বন্যায় রাজ্যের যথেষ্ট ক্ষয়ক্ষতি হয়েছে। তাই সকলে মানুষের পাশে থাকতে মাঠে ময়দানে রয়েছে। তাই তিন দিনের অধিবেশনের মধ্যে প্রথম দিন বন্যা পরিস্থিতি নিয়ে এবং সরকারি সহযোগিতা সহ বিভিন্ন বিষয় নিয়ে আলোচনা হবে। অধিবেশনে দুটি বিল আনা হবে। পাশাপাশি একটি সরকারি বিল আনা হতে পারে। এই বিলের উপর তৃতীয় দিন আলোচনা হবে।অধিবেশনের প্রথম দিন প্রশ্নোত্তর পর্বও থাকবে বলে জানান তিনি। তিনি আরও জানান বর্তমান পরিস্থিতিতে জন প্রতিনিধিরা সকলে মাঠে রয়েছে। তাই সকলে মিলে সিদ্ধান্ত নিয়েছে অধিবেশন বেশি দিন করার প্রয়োজন নেই। শুধুমাত্র তিন দিনের জন্য অধিবেশন করা হবে।

সম্পরকিত প্রবন্ধ

সবচেয়ে জনপ্রিয়

সাম্প্রতিক মন্তব্য