Thursday, January 16, 2025
বাড়িরাজ্যপ্রধান এবং উপপ্রধানের বিরুদ্ধে ক্ষোভ প্রকাশ করে পঞ্চায়েতে তালা ঝোলালো আমজনতা

প্রধান এবং উপপ্রধানের বিরুদ্ধে ক্ষোভ প্রকাশ করে পঞ্চায়েতে তালা ঝোলালো আমজনতা

স্যন্দন ডিজিটাল ডেস্ক। আগরতলা। ২৮ আগস্ট :নব নিযুক্ত প্রধান ও উপপ্রধানকে মানতে না পেরে গ্রাম পঞ্চায়েতে তালা ঝোলাল ক্ষুব্ধ গ্রামবাসী। ঘটনা বুধবার কমলপুর বিধানসভার দুর্গা চৌমুহনি ব্লকের মোহনপুর পঞ্চায়েতে। জানা যায়, ত্রিস্তর পঞ্চায়েত নির্বাচনের শেষে পঞ্চায়েতগুলিতে চলছে প্রধান উপ প্রধান নির্বাচন সহ শপথ গ্রহণ অনুষ্ঠান। সেই অনুযায়ী মোহনপুর পঞ্চায়েতের জন্য প্রধান ও উপ প্রধান দলীয়ভাবে মনোনীত হয়েছে।

 কিন্তু সেই নির্বাচিত মানতে পারেন নি গ্রামবাসী। এর ফলে বুধবার সকাল এগারোটা নাগাদ ক্ষুব্ধ গ্রামবাসী পঞ্চায়েত কার্যালয়ে তালা ঝুলিয়ে দেন। তাদের বক্তব্য, প্রধান এবং উপপ্রধান যোগ্য ব্যক্তিকে নির্বাচিত করা হয় নি। ফলে যোগ্য প্রধান ও উপ প্রধান নির্বাচন না হওয়া পর্যন্ত তালা থাকবে পঞ্চায়েত অফিসে। এদিকে এক ব্যক্তি জানান এলাকার বিধায়ক মনোজ কান্তি দেবের দ্বারা যোগ্য ব্যক্তিদের প্রদান এবং উপপ্রধান পদে দায়িত্ব দিতে হবে। আর না দিলে ও নির্দিষ্টকালের জন্য পঞ্চায়েতে তালা ঝুলবে এবং আগামী পাঁচ বছর পঞ্চায়েত চালাবে এলাকার জনগণ। কারণ এলাকার জনগণ দ্বারা নির্বাচিত হয়েছেন জনপ্রতিনিধিরা। সুতরাং জনগণের কথাই শেষ কথা। অর্থাৎ যোগ্য লোকদের দায়িত্ব দিতে হবে। নাহলে এভাবেই তারা চলবে পঞ্চায়েত অফিসে।

সম্পরকিত প্রবন্ধ

সবচেয়ে জনপ্রিয়

সাম্প্রতিক মন্তব্য