Sunday, January 26, 2025
বাড়িরাজ্যআগরতলা শহরের পুকুরগুলি সংস্কারের উদ্যোগ নিয়েছে নিগম কর্তৃপক্ষ : মেয়র

আগরতলা শহরের পুকুরগুলি সংস্কারের উদ্যোগ নিয়েছে নিগম কর্তৃপক্ষ : মেয়র

স্যন্দন ডিজিটাল ডেস্ক। আগরতলা। ২৬ আগস্ট : সোমবার এক অনুষ্ঠানের মধ্য দিয়ে রাজধানীর উজান অভয়নগর স্থিত বাজারের লেইকটি সংস্কার করার জন্য ভূমি পূজার আয়োজন করা হয়। উপস্থিত ছিলেন আগরতলা পৌর নিগমের মেয়র দীপক মজুমদার, স্থানীয় ১১ নং ওয়ার্ডের কাউন্সিলর হীরালাল দেবনাথ, নিগমের কমিশনার শৈলেশ কুমার যাদব সহ অন্যান্যরা।

 মেয়র জানান, দীর্ঘদিন ধরে এলাকাবাসীর দাবি ছিল এলাকার এই লেইকটি এবং বাজারটি সংস্কার করার জন্য। গত ৮ জুলাই মুখ্যমন্ত্রী ডাক্তার মানিক সাহা অমরুত ২.০ প্রকল্পের মাধ্যমে তিনটি প্রজেক্টের উদ্বোধন করেন। এর মধ্যে এই পুকুরটি সংস্কার করার উদ্যোগ নেওয়া হয়। এর জন্য ওয়ার্ক অর্ডারও বের হয়ে গেছে। আজকে এর ভূমি পূজা অনুষ্ঠিত হয়। আগরতলা পুর নিগম সিদ্ধান্ত নিয়েছে পুকুরটি সংস্কার করার পাশাপাশি বাজারের সংস্কারের ক্ষেত্রে গুরুত্ব দেওয়া হবে। পুকুরটি সংস্কার করতে ব্যয় হবে তিন কোটি পঁচাত্তর লক্ষাধিক টাকা বলে জানান মেয়র। তিনি আরো জানিয়েছেন আগরতলা শহরে যতগুলি পুকুর রয়েছে সেগুলো যাতে মানুষের ব্যবহারের উপযোগী করা যায় তার জন্য সংস্কার করছে নিগম। এতে মানুষের সুবিধা হবে বলে অভিমত ব্যক্ত করেন মেয়র।

সম্পরকিত প্রবন্ধ

সবচেয়ে জনপ্রিয়

সাম্প্রতিক মন্তব্য