স্যন্দন ডিজিটাল ডেস্ক। আগরতলা। ২৬ আগস্ট : প্রবল বর্ষায় ব্যাপক ক্ষতির সন্মুখীন হয়েছে শান্তিরবাজার সানফ্লাউয়ার ইংলিশ মিডিয়াম একাডেমী। এই জলে বিদ্যালয়ের ব্যাপক ক্ষয়ক্ষতি হয়েছে। এই জল প্রভাবের ফলে শিক্ষা ব্যাবস্থা অনেকটা পিছিয়ে পরার আশঙ্কা থেকে যাচ্ছে। জানা যায় এই বন্যা জল বিদ্যালয়ের কক্ষেপ্রবেশকরে বিদ্যালয়ের গ্রন্হাগার, ছাত্রদের প্রশিক্ষন দেবার কম্পিউটার সহ অফিস কক্ষের সামগ্রী সহ অন্যান্য সামগ্রী নষ্ট হয়ে যায়।
যার ক্ষতির পরিমান প্রায় ১০ থেকে ১৫ লক্ষ টাকা হবে বলে জানায়। শান্তির বাজার পৌর এলাকায় এই একটি বিদ্যালয় বর্ষার জলে ব্যাপক ক্ষতি হয়েছে। বিদ্যালয়টি বেসরকারি হওয়াতে পরবর্তী সময় বিদ্যালয়ের শিক্ষাব্যাবস্থা চালাতে সকলের পক্ষে একটু কষ্টকর হয়ে পরবে। সোমবার বিদ্যালয়ের সার্বিক দিক পরিদর্শন করেন বিদ্যালয়ের চেয়ারম্যান প্রবীর বরন দাস। সকলের অক্লান্ত প্রচেষ্টায় বিদ্যালয়ের ক্লাস রুম, অফিস কক্ষ পরিষ্কার পরিচ্ছন্ন করে বিদ্যালয়টি পঠনপাঠনের যোগ্য করে তোলা হচ্ছে।