Saturday, December 21, 2024
বাড়িরাজ্যচুরি যাওয়া বাইক উদ্ধার খোয়াই নদী থেকে

চুরি যাওয়া বাইক উদ্ধার খোয়াই নদী থেকে

স্যন্দন ডিজিটাল ডেস্ক। আগরতলা। ২৬ আগস্ট : চুরি যাওয়া বাইক উদ্ধার হল খোয়াই নদী থেকে। গত কিছুদিন আগে বন্যার ফলে খোয়াই নদীতে বান এসেছিল। সেই বানের জল কমতেই সীমান্ত ডিঙিয়ে বাংলাদেশের কিছু চোর চুরির উদ্দেশ্যে হানা দেয় খোয়াই মহাকুমাতে। শনিবার গভীর রাতে গনকি এলাকার এক   বাড়ি থেকে দুটি বাইক চুরি করে নিয়ে যায়।

 অপর একটি বাইক চুরি করে নিয়ে যেতে গিয়ে  খোয়াই নদীর জলে ফেলে যায়। শেষে সেই বাইকটি উদ্ধার করা হয় খোয়াই নদী থেকে। ঘটনার বিবরণ দিয় খোয়াই গনকি এলাকার বাসিন্দা অর্থাৎ বাইকের মালিক প্রদীপ দেবনাথ জানান  শনিবার রাত বারোটা নাগাদ খাওয়া দাওয়া শেষ করে ওরা যখন ঘুমোতে যায়। তখন এই চুরির ঘটনা সংগঠিত হয়।

 দুটি বাইকের মধ্যে অপর বাইকটি হল প্রসেনজিৎ দেবনাথ নামে তার ছেলের। অবশেষে রবিবার দুপুরে খোয়াই বনকর এলাকার দশমি ঘাট সংলগ্ন খোয়াই নদীতে জেলেরা মাছ ধরতে গেলে তাদের জালে  একটি বাইক আটকে যায়। এরপর বাইকটিকে এলাকার যুবক নদী থেকে পাড়ে তুলে আনে। এই খবর প্রকাশ হতেই বাইকের মালিক  প্রদীপ দেবনাথ ও ছেলে প্রসেনজিৎ দেবনাথ দশমী ঘাট এলাকায় এসে উপস্থিত হয় এবং উদ্ধারকৃত বাইকটি সনাক্তকরণ করে  যে এই বাইকটি প্রদীপ দেবনাথের। তবে উদ্ধারকৃত বাইকের নম্বর  TRO6 4957 ।

সম্পরকিত প্রবন্ধ

সবচেয়ে জনপ্রিয়

সাম্প্রতিক মন্তব্য