স্যন্দন ডিজিটাল ডেস্ক। আগরতলা। ২১ আগস্ট : বুধবার সকাল থেকে ভারি বৃষ্টির ফলে জলমগ্ন শহর আগরতলা। আগরতলা শহরের বিভিন্ন এলাকা এইদিন জলমগ্ন হয়ে পরে। বটতলা, রবীন্দ্র ভবনের সামনে, ফায়ার ব্রিগেড চৌমুহনী, ধলেশ্বর, রামনগর, জয়নগর, বটতলা, প্যারাডাইস চৌমুহনি সহ বহু জায়গা জলমগ্ন হয়ে পরে।
বিশেষ করে আগরতলা শহরের নিম্ন এলাকা গুলি জলমগ্ন হয়ে যায়। আগরতলা শহরে স্তব্ধ হয়ে গেছে যান চলাচল। যান চালকরা এইদিন গাড়ি নিয়ে রাস্তায় বের হন নি। মানুষের বাড়ি ঘরে ঢুকে পরে নোংরা জল। আগরতলা কোর্টে চত্বরেও থৈ থৈ করছে জল। আগরতলা কোর্ট চত্বরে হাঁটু সমান জল জমে গেছে। কোর্টের লাইব্রেরী সহ একাধিক ঘরে জল ঢুকে পড়েছে। আগরতলা কোর্টে আসা এক ব্যক্তি জানান বুধবার যে পরিমাণ বৃষ্টি হয়েছে, এই ধরনের বৃষ্টি বহু বছর আগে হয়েছে। এইদিন আগরতলা কোর্টের কাজ বন্ধ রাখা হয়েছে। কারন কোর্টের অনেক কক্ষে জল ঢুকে পড়েছে।