স্যন্দন ডিজিটাল ডেস্ক। আগরতলা। ২১ আগস্ট : নতুন করে আতঙ্ক দেখা দিয়েছে কৈলাশহরবাসীর মনে। কৈলাশহর ফরেস্ট অফিস রোড এলাকায় সুইসগেট দিয়ে প্রবেশ করছে নদীর জল। লক্ষ লক্ষ টাকা ক্ষতির সম্মুখীন ব্যবসায়ীরা। শহরে মনু নদীর জল প্রবেশ করায় আতঙ্কিত পানি চৌকি বাজারের ব্যবসায়ী থেকে শুরু করে সাধারণ মানুষ।
প্রশাসনিক গাফিলতির কারণে এই বিপত্তি বলে অভিযোগ সাধারন জনগনের। মঙ্গলবার সন্ধ্যা ৭ টা থেকে সুইসগেট দিয়ে নদীর জল প্রবেশ করার বিষয়ে খবর জানালেও সঠিক সময় পদক্ষেপ গ্রহণ করা হয়নি বলে অভিযোগ। ফলে ইতিমধ্যে পানি চৌকি বাজারের বহু দোকানে জল ঢুকে পড়েছে। বুধবার সকালে ঘটনাস্থল পরিদর্শনে যান ঊনকোটি জেলার জেলাশাসক, কৈলাশহর মহকুমার মহকুমা শাসক সহ অন্যান্য আধিকারিকরা। যুদ্ধ কালিন তৎপরতায় সুইসগেট সংস্কারের কাজ চলছে। যাতে করে শহরে জল ঢুকতে না পারে। এইদিকে ক্রমশ বৃদ্ধি পাচ্ছে মনু নদীর জলস্তর। বিপদ সীমার উপর দিয়ে বইছে মনু নদীর জল।