Monday, September 16, 2024
বাড়িরাজ্যআর.জি কর মেডিক্যাল কলেজের ঘটনার প্রতিবাদে সরব বাঙালি মহিলা সমাজ

আর.জি কর মেডিক্যাল কলেজের ঘটনার প্রতিবাদে সরব বাঙালি মহিলা সমাজ

স্যন্দন ডিজিটাল ডেস্ক। আগরতলা। ১৬ আগস্ট : কলকাতার আর.জি কর মেডিক্যাল কলেজে কর্তব্যরত জুনিয়র মহিলা চিকিৎসককে খুন ও ধর্ষণের ঘটনার প্রতিবাদে সরব হয়েছে সমগ্র দেশ। এই ঘটনার প্রতিবাদে এইবার সরব হল বাঙ্গালি মহিলা সমাজ ত্রিপুরা রাজ্য কমিটি। শুক্রবার বাঙালি মহিলা সমাজ ত্রিপুরা রাজ্য কমিটির পক্ষ থেকে রাজধানীর শিবনগর স্থিত আমরা বাঙ্গালির রাজ্য কার্যালয়ের সামনে বিক্ষোভ প্রদর্শন করা হয়।

 বিক্ষোভ প্রদর্শনে সামিল হয়ে বাঙ্গালি মহিলা সমাজ ত্রিপুরা রাজ্য কমিটির নেতৃত্বরা জানান আর.জি কর মেডিক্যাল কলেজে ঘটনা, দিল্লীতে সংঘটিত নির্ভয়া হত্যাকান্ড, উত্তরপ্রদেশের হাথরস উন্নাও ছাড়াও কেন্দ্রশাসিত জম্মু কাশ্মীরের কাটুয়া ধর্ষণ কান্ডকে স্মরণ করিয়ে দিচ্ছে। মনে করিয়ে দিচ্ছে বাম আমলে পশ্চিমবঙ্গে ধর্ষণ করে নৃশংসভাবে খুন করা হেতাল পারেখ ও ২০২০ সালে ত্রিপুরা রাজ্যে বর্তমান সরকারের সময়ে সংঘটিত মোহনপুর ব্লকের রাঙ্গাছড়া গ্রামের মন্টি দেবকে ধর্ষণ করে নৃশংসভাবে হত্যার মতো অসংখ্য ঘটনাবলীর কথাও। সংগঠনের নেতৃত্বরা এইদিন আর.জি কর মেডিক্যাল কলেজে কর্তব্যরত মহিলা চিকিৎসককে ধর্ষণ ও খুনের ঘটনার তীব্র নিন্দা জানান। একই সাথে এই ঘটনার সঠিক তদন্তক্রমে দোষীদের কঠোর শাস্তির দাবি জানান।

সম্পরকিত প্রবন্ধ

সবচেয়ে জনপ্রিয়

সাম্প্রতিক মন্তব্য