Tuesday, October 8, 2024
বাড়িরাজ্য৩ রোহিঙ্গা আটক

৩ রোহিঙ্গা আটক

স্যন্দন ডিজিটাল ডেস্ক। আগরতলা। ১৬ আগস্ট : শুক্রবার সকালে রেল পথে বহিরাজ্যে পাড়ি দেওয়ার আগে ৩ রোহিঙ্গা নাগরিককে গ্রেফতার করেছে আগরতলা জিআরপি থানার পুলিশ। জিআরপি থানার পুলিশ আগরতলা রেল স্টেশন থেকে তাদেরকে আটক করেছে। পুলিশ এই ঘটনায় মামলা নিয়ে তদন্ত করছে। ধৃত তিনজনের নাম যথাক্রমে কামাল হোসেন, রশিদা বিবি, এবং আজিদা বিবি ।

তারা তিনজন বাংলাদেশ কক্সবাজার কানচিপাড়া রোহিঙ্গা ক্যাম্প থেকে অবৈধভাবে ত্রিপুরায় প্রবেশ করেছিল বলে পুলিশ সূত্রের দাবি। পুলিশ জানায় ধৃত কামাল হোসেনও একই রোহিঙ্গা ক্যাম্পের নাগরিক। পাশাপাশি সে আন্তর্জাতিক মানব পাচারকারী হিসেবে কাজ করে। তাদের তিনজনকে আটক করার পর জিআরপি থানার পুলিশ নির্দিষ্ট ধারায় মামলা নিয়ে তাদেরকে আদালতে হাজির করেছে।

সম্পরকিত প্রবন্ধ

সবচেয়ে জনপ্রিয়

সাম্প্রতিক মন্তব্য