স্যন্দন ডিজিটাল ডেস্ক। আগরতলা। ১৬ আগস্ট : স্বাধীনতা দিবসের রাতে কংগ্রেস কর্মীর বাড়িতে হামলা চালায় একদল দুষ্কৃতকারী। ঘটনা এডি নগর স্থিত বাগানবাড়ি এলাকায়। শুক্রবার সকালে ঘটনাস্থলে পরিদর্শনে যান কংগ্রেসের রাজ্য সভাপতি আশীষ কুমার সাহা। ঘটনার সূত্রপাত গত সোমবার।
সামান্য একটি বিষয়কে কেন্দ্র করে সমাজ দ্রোহীরা নৃশংস ভাবে মারধর করে কুলদীপ বাহাদুর এর ছেলে দেবব্রত বাহাদুর কে । এই ঘটনার পর দেবব্রত বাহাদুর সমাজদ্রোহীদের বিরুদ্ধে মামলা দায়ের করেছিল থানায়। স্থানীয় দুষ্কৃতকারীরা দেবব্রত বাহাদুর কে মামলা তুলে নেওয়ার জন্য চাপ সৃষ্টি করছিল। দেবব্রত বাহাদুর থানা থেকে এই মামলা তুলে নিতে অস্বীকার করলে তার খেসারত দিতে হলো স্বাধীনতা দিবসের রাতে। একদল দুষ্কৃতকারী হামলা চালায় কুলদীপ বাহাদুরের বাড়িতে। বাড়ির সমস্ত কিছু লন্ডভন্ড করে দেয়। পুলিশের সামনেই এই ঘটনা সংগঠিত হয়েছে বলে অভিযোগ করেন দেবব্রত বাহাদুরের মা। এদিকে এই ঘটনার পরিপ্রেক্ষিতে শুক্রবার কুলদীপ বাহাদুর এর বাড়িতে জান রাজ্য কংগ্রেসের সভাপতি আশীষ কুমার সাহা। তিনি ঘটনাস্থল পরিদর্শন করেন। কথা বলেন পরিবারের লোকজনদের সঙ্গে। সঙ্গে ছিল পুলিশ প্রশাসনের আধিকারিকরাও।
আশীষ কুমার সাহা জানিয়েছেন ঘটনাটি সম্পর্কে অবগত করা হয়েছে পুলিশ সুপারের কাছে। আইনি প্রক্রিয়ায় দোষীদের শাস্তি এবং আতঙ্কিত কুলদীপ বাহাদুরের পরিবারকে নিরাপত্তা প্রদানের দাবী জানান তিনি। কুলদীপ বাহাদুর রাজ্য পুলিশের একজন কনস্টেবল ছিলেন। তিনি বর্তমানে অবসরপ্রাপ্ত। পুলিশের সামনে একজন অবসরপ্রাপ্ত পুলিশের বাড়িতে এভাবে দুষ্কৃতকারীদের আক্রমণ রীতিমতো লজ্জাজনক ঘটনা। এই ঘটনার পরিপ্রেক্ষিতে পুলিশ কি ধরনের ব্যবস্থা গ্রহণ করে এ নিয়ে জোর জল্পনা চলছে গোটা এলাকায়।