স্যন্দন ডিজিটাল ডেস্ক। আগরতলা। ২৭ মার্চ : আগরতলা প্রেস ক্লাবের বার্ষিক সাধারণ সভা আজ রবিবার ক্লাবের কনফারেন্স হলে অনুষ্ঠিত হয়। সভার শুরুতেই সম্পাদকীয় প্রতিবেদন ও বার্ষিক আয় ব্যায়ের হিসেব পেশ করেন আগরতলা প্রেস ক্লাবের সম্পাদক প্রণব সরকার। আজকের সভায় সম্পাদকীয় প্রতিবেদনের উপর আলোচনায় অংশগ্রহন করেন বরিষ্ঠ সাংবাদিক শ্রোত রঞ্জন খিসা, কল্যাণ দেবনাথ, বিমলেন্দু চক্রবর্তী, আগরতলা প্রেস ক্লাবের সহ সভাপতি অরুন নাথ, দেবানন্দ দাম, সমীর ধর, পারিজাত দত্ত, সুনীল দেবনাথ, সুপ্রভাত দেবনাথ, সুভাষ দাস, রাজীব দত্ত, সমীর দেববর্মা, সুতপা গুহ ও অভিষেক দে
। এছাড়া বিস্তারিত আলোচনা করেন আগরতলা প্রেস ক্লাবের সভাপতি সুবল কুমার দে। বিভিন্ন ক্ষেত্রে রাজ্য সরকার মিডিয়ার কল্যানে কথামত প্রতিশ্রুতি রক্ষা করছেনা বলে শ্রী দে অভিযোগ করেন। সুদীপ শান্তনুর হত্যার তদন্ত নিয়ে রাজ্য সরকারের ভূমিকার সমালোচনা করেন তিনি। আজকের সভায় প্রায় সব সদস্যই আগরতলা প্রেস ক্লাবের বিভিন্ন উন্নয়নমূলক কাজ ও কোরোনা মহামারী চলাকালীন প্রেস ক্লাবের দায়িত্বশীল ভূমিকার ভূয়সী প্রশংসা করেন। সভায় আলোচনা শেষে কয়েকটি প্রস্তাব সর্বসম্মতিক্রমে গৃহীত হয়েছে। সেগুলি হল – ১) সুদীপ শান্তনু হত্যার তদন্ত দ্রুততার সাথে সম্পন্ন করার জন্য আগরতলা প্রেস ক্লাবের এক প্রতিনিধি দল দিল্লি যাবে ও কেন্দ্রীয় সরকারের সংশ্লিষ্ট আধিকারিকদের সাথে সাক্ষ্যত করবে। ২) আগরতলা প্রেস ক্লাবের সামনের রাস্তার নামকরণ ও শহরের আরো দুইটি রাস্তার নামকরণ স্বর্গীয় ভূপেন্দ্র চন্দ্র দত্ত ভৌমিক, অমিয় দেবরায় ও জিতেন পালের নামে করার জন্য রাজ্য সরকারের কাছে দাবী জানাবে। ৩) রাজ্যের সংবাদ মাধ্যম ও কর্মরত সাংবাদিকদের উপর যেকোনো ধরণের হামলার ঘটনার নিন্দা করছে আগরতলা প্রেস ক্লাব এবং হামলাকারীদের বিরুদ্ধে দ্রুত আইনগত ব্যবস্থা গ্রহণের দাবী জানাচ্ছে আজকের এই সাধারণ সভা। আলোচনা শেষে আজকের বার্ষিক সাধারণ সভায় পেশকৃত সম্পাদকীয় ও আয় ব্যায়ের হিসাব সর্ব সম্মতিক্রমে গৃহীত হয়েছে।