Friday, February 14, 2025
বাড়িরাজ্যমন কি বাত শুনলেন মুখ্যমন্ত্রী

মন কি বাত শুনলেন মুখ্যমন্ত্রী

আগরতলা। ২৭ মার্চ : প্রতি মাসের ন্যায় মার্চ মাসের শেষ রবিবারে দেশবাসীর উদ্দেশ্যে মন কি বাত অনুষ্ঠানের মাধ্যমে সম্বোধন করেন দেশের প্রধানমন্ত্রী নরেন্দ্র মোদী। এই মন কি বাত অনুষ্ঠানে বিভিন্ন রাজ্যের সফল ব্যক্তির কাজ গুলি তুলে ধরেন প্রধানমন্ত্রী। রবিবার রাজধানীর ধলেশ্বরস্থিত স্বামী দয়ালানন্দ বিদ্যা নিকেতন বিদ্যালয়ে বিজেপি দলের কার্যকরতাদের সাথে প্রধানমন্ত্রীর মন কি বাত অনুষ্ঠান দেখেন। মুখ্যমন্ত্রীর সাথে ছিলেন প্রদেশ বিজেপির সাধারন সম্পাদক কিশোর বর্মণ, বিজেপি ৯ বনমালীপুর মণ্ডলের সভাপতি সহ অন্যান্যরা।

এইদিন প্রধানমন্ত্রীর মন কি বাত অনুষ্ঠান দেখার পর মুখ্যমন্ত্রী বিপ্লব কুমার দেব এক সাক্ষাৎকারে জানান প্রতিমাসের শেষ রবিবার মন কি বাত অনুষ্ঠানের মাধ্যমে দেশ বাসীর উদ্দেশ্যে সম্বোধন করেন প্রধানমন্ত্রী। এই মন কি বাত অনুষ্ঠানের মাধ্যমে দেশের বিভিন্ন প্রান্তের সফল ব্যক্তিদের কাজ গুলি তুলে ধরেন। দেশের জনগণ এমন একজন প্রধানমন্ত্রী পেয়েছে, যিনি দেশের প্রতিটি প্রান্তে কি কি কাজ হচ্ছে তা মন কি বাতের মাধ্যমে দেশবাসীর সামনে তুলে ধরেন। ইতিপূর্বে প্রধানমন্ত্রী মন কি বাত অনুষ্ঠানে ত্রিপুরার বাঁশের কথা তুলে ধরেছেন। এইদিন প্রধানমন্ত্রী ত্রিপুরার কাঁঠালের কথা তুলে ধরেছেন। ত্রিপুরার কাঁঠাল বর্তমানে বিদেসে রপ্তানি হয়। কাঁঠাল রাজ্যে আগেও ছিল। কিন্তু তার বাণিজ্যিক ব্যবস্থা করা হয়নি। বর্তমান সরকার প্রতিষ্ঠার পর রাজ্যের কাঁঠাল, আনারস, বাঁশের বোতল ইত্যাদি বিদেশে রপ্তানির ব্যবস্থা করা হয়েছে। প্রধানমন্ত্রী এইদিন কাঁঠালের কথা তুলে ধরার ফলে রাজ্যের কাঁঠাল চাষিরা উৎসাহিত হবে। এতেকরে রোজগারের ব্যবস্থা হবে। আত্ম নির্ভর ত্রিপুরা তৈরি করার রাস্তা বিদেশ পর্যন্ত চলে যাচ্ছে। মুখ্যমন্ত্রী আরও বলেন এইদিন মন কি বাত অনুষ্ঠানে সচ্ছতা, কৃষ্টি সংস্কৃতির কথা তুলে ধরেছেন প্রধানমন্ত্রী। মুখ্যমন্ত্রী এইদিন রাজ্যের যুবক যুবতিদের উদ্দেশ্যে নতুন কিছু করার আহ্বান জানান।

সম্পরকিত প্রবন্ধ

একটি উত্তর ত্যাগ

আপনার মন্তব্য লিখুন দয়া করে!
এখানে আপনার নাম লিখুন দয়া করে
Captcha verification failed!
CAPTCHA user score failed. Please contact us!

সবচেয়ে জনপ্রিয়

সাম্প্রতিক মন্তব্য