আশা কর্মীদের মজুরী বৃদ্ধি করা, সম কাজে সম বেতন প্রদান করা সহ ১৩ দফা দাবিতে ২৮ এবং ২৯ মার্চ ধর্মঘট সফল করতে আহ্বান জানিয়ে সারা ভারত গণতান্ত্রিক নারী সমিতির পক্ষ থেকে আগরতলা শহরে রবিবার একটি মিছিল সংঘটিত করা হয়। মিছিলে উপস্থিত ছিলেন রাজ্যসভার সাংসদ ঝর্না দাস বৈদ্য।
তিনি জানান, ২৮ এবং ২৯ মার্চ ধর্মঘট সফল করতে মাঠে নেমেছে সারা ভারত গণতান্ত্রিক নারী সমিতি। ধর্মঘট পালনে যাতে সকলেই এগিয়ে আসে তার জন্য মিছিল, সভা থেকে শুরু করে বিভিন্ন কর্মসূচি সংঘটিত হচ্ছে বামেরা। আজকে জেলাভিত্তিক কর্মসূচি হাতে নিয়েছে সারা ভারত গণতান্ত্রিক নারী সমিতি। তারই অঙ্গ হিসেবে পশ্চিম জেলাতে মিছিল সংঘটিত করা হচ্ছে। গরিব অংশের মানুষ কাজের জন্য দেশে বিভিন্ন রাজ্যে ঘুরে বেড়াচ্ছেন। তাই শ্রমিকদের কাজের ব্যবস্থা করা সহ মজুরি বৃদ্ধির দাবি ধর্মঘটের আওতায় রয়েছে বলে জানান তিনি। এদিন মিছিলটি পশ্চিম জেলা কমিটি অফিস থেকে শুরু হয়ে শহরের বিভিন্ন পথ পরিক্রমা করে।
স্যন্দন ডিজিটাল ডেস্ক। আগরতলা। ২৭ মার্চ : নিত্যপণ্যের মূল্য হ্রাস করা, রেগা ও টুয়েপের কাজের মজুরী বৃদ্ধি করা, অঙ্গনওয়াড়ি কর্মীদের,