Monday, September 16, 2024
বাড়িরাজ্যপশ্চিমবঙ্গের প্রাক্তন মুখ্যমন্ত্রী বুদ্ধদেব ভট্টাচার্যের প্রয়ানে শোক জ্ঞাপন করলেন মুখ্যমন্ত্রী ও প্রাক্তন...

পশ্চিমবঙ্গের প্রাক্তন মুখ্যমন্ত্রী বুদ্ধদেব ভট্টাচার্যের প্রয়ানে শোক জ্ঞাপন করলেন মুখ্যমন্ত্রী ও প্রাক্তন মুখ্যমন্ত্রী

স্যন্দন ডিজিটাল ডেস্ক। আগরতলা। ৮ আগস্ট : বৃহস্পতিবার সকালে পশ্চিমবঙ্গের প্রাক্তন মুখ্যমন্ত্রী বুদ্ধদেব ভট্টাচার্য কলকাতার নিজ বাসভবনে প্রয়াত হন। পশ্চিমবঙ্গের প্রাক্তন মুখ্যমন্ত্রী বুদ্ধদেব ভট্টাচার্যের প্রয়াণে শোক জ্ঞাপন করলেন ত্রিপুরার মুখ্যমন্ত্রী ডাঃ মানিক সাহা। শোকবার্তায় মুখ্যমন্ত্রী বলেন, বুদ্ধদেব ভট্টাচার্য দীর্ঘদিন ধরে পশ্চিমবঙ্গের রাজনীতির সাথে জড়িত ছিলেন।

পশ্চিমবঙ্গ সরকারের বিভিন্ন দপ্তরের মন্ত্রিত্বের দায়িত্ব পালন ছাড়াও পরবর্তী সময়ে তিনি সেই রাজ্যের মুখ্যমন্ত্রীর দায়িত্বও পালন করেছেন। তাঁর প্রয়াণে পশ্চিমবঙ্গ একজন অভিজ্ঞ, সজ্জন, বিশিষ্ট লেখক, প্রবীণ রাজনীতিবিদ ও প্রশাসককে হারাল। এদিকে পশ্চিমবঙ্গের প্রাক্তন মুখ্যমন্ত্রী  বুদ্ধদেব ভট্টাচার্যের প্রয়াণে গভীর শোক ব্যাপ্ত করেছেন রাজ্যের প্রাক্তন মুখ্যমন্ত্রী মানিক সরকার। একই সঙ্গে প্রয়াত বুদ্ধকে ভট্টাচার্যের স্ত্রী এবং একমাত্র কন্যার প্রতি সমবেদনা জ্ঞাপন করেন তিনি। প্রাক্তন মুখ্যমন্ত্রী মানিক সরকার বলেন একটা অধ্যায়ের পরিসমাপ্তি ঘটেছে।

যুব আন্দোলন, কমিউনিস্ট আন্দোলন এবং বামপন্থী আন্দোলনের ধারা বেয়ে পশ্চিমবঙ্গে বামফ্রন্ট সরকারের মন্ত্রী হিসেবে এবং প্রায় ১০ বছরের বেশি সময় ধরে মুখ্যমন্ত্রী হিসেবে পশ্চিমবঙ্গে বামফ্রন্ট সরকারকে এগিয়ে নিয়ে যাওয়ার ক্ষেত্রে সারাদেশের সামনে বিকল্প পথের একটা দিশা দেখাবার প্রশ্নে একটা গুরুত্বপূর্ণ ভূমিকা পালন করে গেছেন প্রয়াত বুদ্ধদেব ভট্টাচার্য। দীর্ঘদিন যাবত তিনি শয্যাশায়ী ছিলেন। অসুস্থ থাকার কারণে সক্রিয়ভাবে রাজনৈতিক কর্মকাণ্ডে অংশগ্রহণ করতে পারেননি। কিন্তু এরপরেও তিনি বেঁচে ছিলেন উপস্থিত ছিলেন এই বিষয়টা পশ্চিমবঙ্গে বামপন্থী আন্দোলনের ক্ষেত্রে একটা গুরুত্বপূর্ণ বিষয় ছিল। এবারে সেই জায়গাটা শূন্য হয়ে গেল। কিন্তু এই শূন্যস্থান পূরণ করতে হবে বলে অভিমত ব্যক্ত করেন রাজ্যের প্রাক্তন মুখ্যমন্ত্রী মানিক সরকার।

সম্পরকিত প্রবন্ধ

সবচেয়ে জনপ্রিয়

সাম্প্রতিক মন্তব্য