Tuesday, September 10, 2024
বাড়িরাজ্যত্রিস্তর পঞ্চায়েত নির্বাচন শান্তিপূর্ণভাবে হয়েছে, দাবি বিজেপি -র

ত্রিস্তর পঞ্চায়েত নির্বাচন শান্তিপূর্ণভাবে হয়েছে, দাবি বিজেপি -র

স্যন্দন ডিজিটাল ডেস্ক। আগরতলা। ৮ আগস্ট : রাজ্যের ৪ হাজার ৩৭০ টি গ্রাম পঞ্চায়েতের মধ্যে ৬০৬ টি গ্রাম পঞ্চায়েতের ১ হাজার ৮১৯ টি আসন, ৪৪২ টি পঞ্চায়েত সমিতির মধ্যে ৩৩ টি পঞ্চায়েত সমিতির ১৮৮ টি আসন এবং ৮ টি জেলা পরিষদের ১১৬ টি আসনের মধ্যে ৯৫ টি আসনের ভোট গ্রহণ প্রক্রিয়া অনুষ্ঠিত হয় বৃহস্পতিবার।

নির্বাচনে রাজ্যের গনতন্ত্রপ্রিয় মানুষ সামিল হয়েছে উৎসাহের সাথে। সকাল থেকে উৎসবের মেজাজে নিরাপদে ভোট দান করেছেন গণদেবতারা। তার জন্য বৃহস্পতিবার সন্ধ্যায় প্রদেশ বিজেপি কার্যালয়ে সাংবাদিক সম্মেলন করে প্রদেশ বিজেপির মুখ্য মুখপাত্র সুব্রত চক্রবর্তী রাজ্যবাসীকে শুভেচ্ছা ও অভিনন্দন জানান। একই সাথে নির্বাচনের কাজে নিযুক্ত সকল কর্মীদের ধন্যবাদ জানান তিনি। উত্তর থেকে দক্ষিন সর্বত্র শান্তিপূর্ণ ভাবে নির্বাচন অনুষ্ঠিত হয়েছে।

 বিজেপি দলের কার্যকরতারা মানুষকে ভোট কেন্দ্রে যাওয়ার ক্ষেত্রে প্রয়োজন অনুযায়ী সাহায্য করেছেন। তার জন্য বিজেপি দলের কার্যকরতাদেরকেও ধন্যবাদ জানান তিনি। এদিকে ভারতীয় জনতা পার্টির সাধারণ সম্পাদক অমিত রক্ষিত পশ্চিমবঙ্গের প্রয়াত মুখ্যমন্ত্রী বুদ্ধদেব ভট্টাচার্য এর স্মৃতির প্রতি শ্রদ্ধা জ্ঞাপন করেন। পাশাপাশি প্রয়াতের পরীজনদের প্রতি সমবেদনা জ্ঞাপন করেন। সেই সঙ্গে তিনি ত্রিস্তর পঞ্চায়েত নির্বাচন শান্তিপূর্ণভাবে সংগঠিত হয়েছে বলে অভিমত ব্যক্ত করেন।

সম্পরকিত প্রবন্ধ

সবচেয়ে জনপ্রিয়

সাম্প্রতিক মন্তব্য