স্যন্দন ডিজিটাল ডেস্ক। আগরতলা। ৮ আগস্ট : আগামী ১০ আগস্ট ত্রিপুরা হাইকোর্ট বার এসোসিয়েশনের নির্বাচন অনুষ্ঠিত হবে। এই নির্বাচনে ভোটার ২১৭ জন। সংবিধান মঞ্চ প্রতিবারের মতো এবারও নির্বাচনে লড়াই করতে চলেছে। সংবিধান মঞ্চের সভাপতি পদে মনোনীত প্রার্থী হয়েছেন বরিষ্ঠ আইনজীবী পীযূষ কান্তি বিশ্বাস এবং সম্পাদক পদে প্রার্থী হয়েছেন সুব্রত সরকার। এছাড়া সহ-সভাপতি পদে প্রবাল ঘোষ, সহ-সম্পাদক পদে অশিত নাথ এবং কোষাধ্যক্ষ পদে প্রার্থী রয়েছেন।
সাথে ছয় জন সদস্য পদে প্রতিদ্বন্দ্বিতা করতে চলেছেন। বৃহস্পতিবার বিকেল চারটায় ত্রিপুরা হাইকোর্ট বার নির্বাচন নিয়ে এই কথা জানান আইনজীবী হরিবল দেবনাথ। জেলা আদালতে নয়া ভবনে আয়োজিত এই দিনের সাংবাদিক সম্মেলনে তিনি আরো বলেন, প্রচারে ব্যাপক সাড়া পেয়েছে সংবিধান মঞ্চ। ত্রিপুরা বার এসোসিয়েশনের মত ত্রিপুরা হাইকোর্ট বার এসোসিয়েশনে জয় নিশ্চিত হবে বলে আশা ব্যক্ত করেন তিনি। তিনি আরো বলেন আজকে পঞ্চায়েত নির্বাচন ঘিরে যেভাবে রাজ্যে গণতন্ত্র ধ্বংস হচ্ছে, সারাদেশে একই অবস্থা চলছে। তাই এদিকে গুরুত্ব দিয়ে কয়েক বছর আগে সংবিধান বিচার মঞ্চ নাম দেওয়া হয়েছে। তাই আইনজীবীদের বিভিন্ন দাবি দাওয়ার সাথে সংবিধান রক্ষা করার দাবিতেও আগামী দিন থাকবে বলে জানান তিনি।