স্যন্দন ডিজিটাল ডেস্ক। আগরতলা। ৮ আগস্ট : রাজ্যে এক তরফা নির্বাচন হচ্ছে। বিরোধীরা প্রার্থী খুঁজে পায়নি নির্বাচনে দাঁড় করানোর জন্য। ৭১ শতাংশ আসনে বিনা প্রতিদ্বন্দ্বিতায় জয়ী হয়েছে বিজেপির প্রার্থীরা। মাত্র ৯৬ টি জেলা পরিষদ আসনেই ভোট হচ্ছে বলে দাবি করলেন মন্ত্রী সুশান্ত চৌধুরী। তিনি আরো বলেন গত কয়েকদিনে বিরোধী রাজনৈতিক দল প্রচারে আলোতেও আসতে দেখা যায়নি।
তাই মানুষ শান্তিপূর্ণভাবে উৎসবের মেজাজে ভোট প্রদান করছে। তিনি আরো বলেন গত পাঁচ বছরে পঞ্চায়েত এলাকায় সুশাসন প্রতিষ্ঠিত হয়েছে। মানুষ শান্তিপূর্ণভাবে সুযোগ সুবিধা গ্রহণ করেছে। এর নিরিখে আগামী পাঁচ বছর পঞ্চায়েত পরিচালনা করার সুযোগ দেবে বলে অভিমত ব্যক্ত করেন মন্ত্রী সুশান্ত চৌধুরী। তিনি আগে বলেন আগামী ১২ আগস্ট ফলাফল ঘোষণা হওয়ার পর দেখা যাবে আটটি জেলা পরিষদের ৯৬ টি আসনেও জয়ী হবে ভারতীয় জনতা পার্টি প্রার্থীরা। পাশাপাশি এই দিন তিনি বাংলাদেশের ঘটনায় নিয়েও তীব্র নিন্দা জানিয়েছেন। তিনি বলেন গণতান্ত্রিক একটি রাষ্ট্রে এই ধরনের ঘটনা কোনভাবেই কাম্য নয়।