Monday, September 16, 2024
বাড়িরাজ্যবিদ্যুৎ নিগমের এমডি দারস্থ হেল্প লাইনের কর্মীরা

বিদ্যুৎ নিগমের এমডি দারস্থ হেল্প লাইনের কর্মীরা

স্যন্দন ডিজিটাল ডেস্ক। আগরতলা। ৬ আগস্ট : একের পরে অভিযোগ তৈরি হচ্ছে বিদ্যুৎ নিগমের কাজকর্মের উপর। এবার অভিযোগ তুলেছে বিদ্যুৎ নিগমের কর্মীরাই। মঙ্গলবার অভিযোগ নিয়ে এমডি দারস্থ হয়।

তারা এদিন আট ঘন্টা কাজ ও বেতন বৃদ্ধির দাবিতে মঙ্গলবার বনমালীপুর ভুতুরিয়া স্থিত বিদ্যুৎ নিগম দপ্তরে ডেপুটেশন প্রদান করল ভিশন প্লাস ১৯১২ বিদ্যুৎ নিগমের কর্মীরা। টিএসইসিএল-এর অধিন ভিশন নামক সংস্থায় কর্মরত রয়েছে বহু কর্মী। মূলত বিদ্যুৎ গ্রাহকরা ১৯১২ নাম্বারে অভিযোগ জানালে সমস্যা সমাধানের জন্য কাজ করে থাকে এই কর্মীরা। এই কর্মীদের অভিযোগ দীর্ঘ দিন ধরে তাদেরকে ১২ ঘণ্টা করে কাজ করানো হচ্ছে। কিন্তু সময় মতো তাদেকে বেতন দেওয়া হয় না। তাই এইদিন তারা বিদ্যুৎ নিগম দপ্তরের এমডি-র নিকট ডেপুটেশান প্রদান করেছেন। দপ্তরের এমডি তাদেরকে জানিয়েছেন এইদিন বিকালে তিনি এই কর্মীদের সাথে কথা বলবেন।

সম্পরকিত প্রবন্ধ

সবচেয়ে জনপ্রিয়

সাম্প্রতিক মন্তব্য