Saturday, April 26, 2025
বাড়িরাজ্যইসকন মন্দিরের পক্ষ থেকে মানববন্ধন কর্মসূচি

ইসকন মন্দিরের পক্ষ থেকে মানববন্ধন কর্মসূচি

স্যন্দন ডিজিটাল ডেস্ক। আগরতলা। ৬ আগস্ট : গত কয়েকদিন ধরে উত্তপ্ত বাংলাদেশে সাধারণ মানুষ সহ ধর্মীয় স্থানের উপর আক্রমণ সংগঠিত করেছে দুর্বৃত্তরা। এর প্রতিবাদে আগরতলার ইসকন হরে কৃষ্ণ মন্দিরের উদ্যোগে মানববন্ধন ও প্রতিবাদ কর্মসূচি পালন করা হয়। উপস্থিত ছিলেন থানীয় কাউন্সিলর সহ ইসকন মন্দিরের সাধু সন্তরা।

 মন্দিরের সামনে আয়োজিত কর্মসূচিতে তারা জানান, বাংলাদেশের মতো একটি স্বাধীন রাষ্ট্রে মানুষের উপর আক্রমণ এবং ধর্মীয় স্থানের উপর হামলা হুজ্জতির ঘটনা অত্যন্ত দুঃখজনক ঘটনা। এ ধরনের ঘটনার প্রতিবাদে আজকের এই কর্মসূচির আয়োজন করা হয়েছে। আগামী দিনে যারা সরকার গঠন করবে তাদের কাছে দাবি দোষীদের অবিলম্বে কঠোর শাস্তির ব্যবস্থা করার জন্য। কারণ এই ধরনের অশান্তি কোনভাবেই গ্রহণযোগ্য নয়। এবং পড়শী রাষ্ট্র বাংলাদেশি এ ধরনের ঘটনা প্রতিনিয়তই সংঘটিত হয়। বিভিন্ন আন্দোলনের সময় দেখা যায় তারা সেখানকার সংখ্যালঘুদের ধর্মীয় স্থানের উপর আঘাত নামিয়ে আনে। কোনভাবেই এ ধরনের ঘটনা বরদাস্ত করা যায় না বলে জানিয়েছেন তারা।

সম্পরকিত প্রবন্ধ

সবচেয়ে জনপ্রিয়

সাম্প্রতিক মন্তব্য