Thursday, March 20, 2025
বাড়িরাজ্যশিক্ষা ব্যবস্থার মান উন্নত এবং গুণগত করার চেষ্টা করা সরকার : মেয়র

শিক্ষা ব্যবস্থার মান উন্নত এবং গুণগত করার চেষ্টা করা সরকার : মেয়র

স্যন্দন ডিজিটাল ডেস্ক। আগরতলা। ৬ আগস্ট : মঙ্গলবার বিজয় কুমার স্কুলে আগরতলা পুর নিগমের মেয়র তথা বিধায়ক দীপক মজুমদারের হাত ধরে আই টি ল্যাবের উদ্বোধন হয়। সঙ্গে উপস্থিত ছিলেন কর্পোরেটর ভাস্বতী দেববর্মা, শিখা ব্যানার্জি এবং স্কুলের প্রধান শিক্ষিকা অনামিকা দেববর্মা সহ অন্যান্যরা।

 অনুষ্ঠানে মেয়র তথা বিধায়ক দীপক মজুমদার বক্তব্য রেখে বলেন, বর্তমান সরকার প্রতিষ্ঠিত হওয়ার পর শিক্ষা ব্যবস্থার মান উন্নত এবং গুণগত করার চেষ্টা করা হচ্ছে। পুঁথিগত শিক্ষার পাশাপাশি আধুনিক প্রযুক্তিকে কাজে লাগিয়ে তাদের মানসিক বিকাশের জন্য চেষ্টা করছে সরকার। এবং বিদ্যালয় পরিচালন কমিটিগুলিও সরকারের সাথে কাঁধে কাঁধ মিলিয়ে কাজ করে যাচ্ছে। পাশাপাশি ছাত্র-ছাত্রীদের প্রতিভা বিকাশের ক্ষেত্রে বিশেষ গুরুত্ব পূর্ণ কাজ করে চলেছে। রাজ্যের ছেলে মেয়েরা ভবিষ্যতে প্রতিষ্ঠিত হয়ে এই দেশের স্বার্থে কাজ করবে বলে অভিমত ব্যক্ত করেন মেয়র।

সম্পরকিত প্রবন্ধ

সবচেয়ে জনপ্রিয়

সাম্প্রতিক মন্তব্য