স্যন্দন ডিজিটাল ডেস্ক। আগরতলা। ২৩ জুলাই : ভারতীয় মজদুর সংঘের ৭০ তম প্রতিষ্ঠা দিবস উপলক্ষে মঙ্গলবার সাফাই অভিযান সংগঠিত করে ত্রিপুরা রাজ্য ইলেকট্রিক রিক্সা শ্রমিক সংঘ। এইদিন রাজধানীর বটতলা এলাকায় সাফাই অভিযান সংগঠিত করা হয়। ত্রিপুরা রাজ্য ইলেকট্রিক রিক্সা শ্রমিক সংঘের সদস্যরা এইদিন সাফাই অভিযানে অংশগ্রহণ করে।
এবং বটতলা এলাকাকে পরিষ্কার পরিচ্ছন্ন করে। ত্রিপুরা রাজ্য ইলেকট্রিক রিক্সা শ্রমিক সংঘের রাজ্য সম্পাদক জানান ভারতীয় মজদুর সংঘের প্রতিষ্ঠা দিবস উপলক্ষ্যে এইদিন সাফাই অভিযান সংগঠিত করা হয়েছে। পাশাপাশি তিনি সাফাই অভিযান সংগঠিত করার উদ্দেশ্য সম্পর্কে জানান।