Wednesday, March 26, 2025
বাড়িরাজ্যজিবি হাসপাতালে চিকিৎসা পরিষেবা নিতে গিয়ে রোগীর পরিবারকে প্রতি কদমে দিতে হচ্ছে...

জিবি হাসপাতালে চিকিৎসা পরিষেবা নিতে গিয়ে রোগীর পরিবারকে প্রতি কদমে দিতে হচ্ছে ঘুষ, নিরব সংশ্লিষ্ট দপ্তর

স্যন্দন ডিজিটাল ডেস্ক। আগরতলা। ২৩ জুলাই : নানা অভিযোগের জর্জরিত রাজ্যের প্রধান রেফারেল হাসপাতাল। কখনো রোগীর পরিবার চিকিৎসকদের দ্বারা আক্রান্ত হচ্ছে, আবার কখনো বিনা চিকিৎসায় রোগীর মৃত্যুর অভিযোগ অহরহ উঠছে জিবি হাসপাতালে। এরই মধ্যে আরও একটি হতাশার সুর জিবি হাসপাতালের এক রোগী পরিবারের কাছ থেকে উঠে আসলো। টাকা না দিলে রোগীর পরিষেবা মিলে না। যদিও এই অভিযোগটি দীর্ঘদিন ধরেই উঠছিল জিবি হাসপাতাল থেকে। কিন্তু সংশোধন করার কেউ নেই। ব্যতিক্রম হয়নি মঙ্গলবারও।

 নরসিংগড়ের তুলসী দাস নামে এক রোগীর পরিবার এই অবস্থা নিয়ে সংবাদ মাধ্যমের মুখোমুখি হয়। রোগীর ছেলে জানান, গরিব মানুষের জন্য সরকারি হাসপাতাল। আর জিবি হল রাজ্যের প্রধান রেফারেল হাসপাতাল। প্রতিদিন দূরদূরান্ত থেকে রোগীরা জিবি হাসপাতালে ছুটে আসে। এর মধ্যে সিংহভাগ গরিব অংশের মানুষ। তারা বিনামূল্যে চিকিৎসা পরিষেবা নিতে জিবি হাসপাতালে আসলেও তাদের দুঃখ বোঝার কেউ নেই। কারণ জিবি হাসপাতালে এসে তিনি যে অভিজ্ঞতা সঞ্চয় করেছেন তা থেকে বলেন, টিকিট কাউন্টার থেকে এন্ড্রোস কপি করাতে তার মাকে নিয়ে যাওয়া হয়। সেখানে যারা কর্তব্যরত কর্মী ছিলেন তাদের মধ্যে একজনকে বলা হয়েছিল সহযোগিতা করার জন্য। তিনি তার মাকে টিকিট কাউন্টার থেকে মাত্র ১০০ মিটার দূরে নিয়ে বলে ৩০০ টাকা দেওয়ার জন্য।

তখন তিনি বলেন যেহেতু তারা বেতন পায় তাহলে কেন তাদের এভাবে টাকা দিতে হবে। সে সময় মেডিসিন ব্লকের সেই কর্মী জানিয়ে দেন তাদের সব সময় টাকা দিতে হয়। এবং ৩০০ টাকা থেকে এক টাকাও কম দেওয়া যাবে না। নাহলে তারা আগামী দিন রোগীকে কোন ধরনের সহযোগিতা করবে না। তবে হাসপাতালে এ ধরনের অবস্থা শুধু অ্যান্ড্রোসকপি বিভাগেই নয়, ওয়ার্ডে ওয়ার্ডে এ ধরনের ভন্ড নার্স দুর্বিষহ অবস্থা চালু করে রেখেছে দীর্ঘদিন ধরে। তারা বেতনের তিনগুণ, চারগুণ অর্থ মানুষ থেকে ঘুষ নিয়ে কামাই করে চলেছে। নির্বিকার জিবি হাসপাতালের এম এস থেকে শুরু করে অন্যান্যরা।

সম্পরকিত প্রবন্ধ

সবচেয়ে জনপ্রিয়

সাম্প্রতিক মন্তব্য