Friday, May 23, 2025
বাড়িরাজ্যতথ্য ও সংস্কৃতি দপ্তরের উদ্যোগে গুরু পূর্ণিমার আয়োজন

তথ্য ও সংস্কৃতি দপ্তরের উদ্যোগে গুরু পূর্ণিমার আয়োজন

স্যন্দন ডিজিটাল ডেস্ক। আগরতলা। ২১ জুলাই : রবিবার পশ্চিম ত্রিপুরা জেলা ভিত্তিক গুরু পূর্ণিমা অনুষ্ঠিত হয়। এদিন রাজধানীর মুক্তধারা অডিটোরিয়ামে গুরু পূর্ণিমা উৎসব উদযাপন করা হয়। প্রদীপ প্রজ্বলন করে অনুষ্ঠানের উদ্বোধন করেন রামকৃষ্ণ মিশন আগরতলার সচিব মহারাজ শুভকরানন্দ। সঙ্গে উপস্থিত ছিলেন জেলা ও তথ্য সংস্কৃতি কার্যালয়ের সহ অধিকর্তা অমৃত দেববর্মা সহ অন্যান্যরা।

 জেলা ও তথ্য সংস্কৃতি কার্যালয়ের সহ অধিকর্তা অমৃত দেববর্মা বক্তব্য রেখে বলেন, গুরু পূর্ণিমা দিনটি অত্যন্ত তাৎপর্য একটি দিন। এই গুরু পূর্ণিমার সম্পর্কে অবগত নয় আজকের ছেলেমেয়েরা। তাদের এই গুরু পূর্ণিমার সম্পর্কে অবহিত করতে গত চার বছর ধরে তথ্য ও সংস্কৃতি দপ্তরের পক্ষ থেকে দিনটি বিশেষভাবে পালন করা হচ্ছে। তাই এই দিনটি সম্পর্কে যাতে ছেলে মেয়েরা বিশেষভাবে অবগত হতে পারে তার জন্য এই অনুষ্ঠানে তাদের আমন্ত্রণ জানানো হয়েছে। তাহলে আগামী দিন আমাদের চারপাশ অত্যন্ত সুন্দর হবে বলে অভিমত ব্যক্ত করেন তিনি।

সম্পরকিত প্রবন্ধ

সবচেয়ে জনপ্রিয়

সাম্প্রতিক মন্তব্য

error: <b>Alert: </b>Content selection is disabled!!