স্যন্দন ডিজিটাল ডেস্ক। আগরতলা। ২১ জুলাই : রবিবার আগরতলা পুর নিগমের ৩৩ নং ওয়ার্ডের অন্তর্গত প্রতাপ সংঘ ক্লাবের উদ্যোগে এক রক্তদান শিবিরের আয়োজন করা হয়। ক্লাবের এ ধরনের মহতি উদ্যোগকে সাধুবাদ জানান শিবিরে উপস্থিত আগরতলা পুর নিগমের মেয়র দীপক মজুমদার, সমাজসেবী রাজীব ভট্টাচার্য সহ অন্যান্যরা। স
মাজসেবী রাজীব ভট্টাচার্য বলেন, আগে ক্লাব গুলোর মধ্যে মাসেল পাওয়ার নিয়ে প্রতিযোগিতা হতো। বর্তমানে ক্লাবগুলি বিভিন্ন সামাজিক কর্মসূচি নিয়ে প্রতিযোগিতা করে। আজকে ক্লাব প্রাঙ্গনে যে রক্তদান শিবিরের আয়োজন করেছে তা অত্যন্ত প্রশংসনীয় উদ্যোগ। আগামী দিনেও এ ধরনের সামাজিক কর্মসূচি অব্যাহত রাখার জন্য আহ্বান জানান তিনি। পরে অতিথিরা রক্তদান শিবির পরিদর্শন করে রক্ত দাতাদের উৎসাহিত করেন।