Thursday, May 29, 2025
বাড়িরাজ্যঅশান্ত বাংলাদেশের ছাত্র আন্দোলনের সংহতি জানিয়ে রাজ্যে এ.আই.ডি.এস.ও -র পক্ষ থেকে বিক্ষোভ...

অশান্ত বাংলাদেশের ছাত্র আন্দোলনের সংহতি জানিয়ে রাজ্যে এ.আই.ডি.এস.ও -র পক্ষ থেকে বিক্ষোভ কর্মসূচি

স্যন্দন ডিজিটাল ডেস্ক। আগরতলা। ২১ জুলাই : গত কয়েক দিন ধরে সংরক্ষণ সংস্কারের দাবিতে উত্তাল হয়ে উঠেছে বাংলাদেশ। ঢাকার রাস্তায় পুলিশের সঙ্গে আন্দোলনকারী ছাত্রদের সংঘর্ষে প্রাণ গিয়েছে বহু মানুষের। এরই মধ্যে রবিবার রাজধানীর বটতলা এলাকায় এ আই ডি এস ও -র পক্ষ থেকে বিক্ষোভ দেখানো হয়।

 সংগঠনের রাজ্য সম্পাদক রামপ্রসাদ আচার্য বলেন, গত কয়েকদিনে বাংলাদেশের ছাত্র আন্দোলনটি বর্তমানে জাতীয় আন্দোলন হিসেবে গড়ে উঠেছে। কারণ সেই দেশের সরকার ছাত্রদের সাথে কোন ধরনের আলোচনা না করে কোটা নিয়ে চূড়ান্ত সিদ্ধান্ত গ্রহণ করেছে। এবং এই চূড়ান্ত সিদ্ধান্ত গ্রহণ না করা ছাত্রছাত্রীরা যখন আন্দোলন নামিয়ে এনেছে তখন তাদের উপর বর্বরচিতভাবে আক্রমণ। এতে শতাধিকের অধিক ছাত্র-ছাত্রী নিহত হয়েছে। এরই প্রতিবাদে আজকে আন্দোলন সংগঠিত হয়েছে বলে জানান তিনি। তারা কর্মসূচি থেকে আরো জানান, বাংলাদেশে আন্দোলনরত ছাত্রছাত্রীদের সংহতি জানায় এ আই ডি এস ইউ। পাশাপাশি সেই দেশের সরকারের অত্যাচারের বিরোধিতা করে নিন্দা জানায় বলে জানান তিনি।

সম্পরকিত প্রবন্ধ

সবচেয়ে জনপ্রিয়

সাম্প্রতিক মন্তব্য

error: <b>Alert: </b>Content selection is disabled!!