স্যন্দন ডিজিটাল ডেস্ক। আগরতলা। ২১ জুলাই : অনলাইনে ব্লুটুথ অর্ডার দিয়ে চরম প্রতারণার শিকার কৈলাশহর ইরানি গ্রাম পঞ্চায়েতের ৩ নং ওয়ার্ড এলাকার এক যুবক! জানা যায়, প্রচারিত হওয়া যুবকের নাম ইয়াকুব আলী। গত কয়েকদিন আগে ব্লু রোড অ্যাপের মাধ্যমে ১৭০ টাকার বিনিময়ে একটি ব্লুটুথ অর্ডার দিয়েছিলেন।
ব্লুরোড অ্যাপের মাধ্যমে ব্লুটুথের পরিবর্তে তিনটি পাথরের টুকরো তার বাড়িতে এসে পৌঁছায় বলে অভিযোগ। পয়সা হারিয়ে পাথরের টুকরো হাতে পেয়ে কার্যত হতাশ সেই যুবক। তাই ঐ যুবক হতাশাগ্রস্ত হয়ে সংবাদ মাধ্যমের দারস্ত হয়। সে সংবাদ মাধ্যমের মুখোমুখি হয়ে জানায় যাতে আর কেউ এই ধরনের প্রতারণার ফাঁদে পা না দেয়।