স্যন্দন ডিজিটাল ডেস্ক। আগরতলা। ১৩ জুলাই : শনিবার অখিল ভারতীয় আধিভক্ত পরিষদ, ত্রিপুরা প্রদেশের উদ্যোগে “ভারতে অপরাধমূলক বিচার ব্যবস্থার সংস্কার ও সাম্প্রতিক পরিবর্তন” বিষয়ক একদিনের কর্মশালা অনুষ্ঠিত হয়। রাজধানীর ভগৎ সিং যুব আবাসে আয়োজিত এই দিনের সেমিনারে উপস্থিত ছিলেন অখিল ভারতীয় বিদ্যার্থী পরিষদের জাতীয় সম্পাদক দ্বিপেন্দ্র কুশওয়াশ, উচ্চ আদালতের বিচারপতি অরিন্দম লোধ, পুলিশ একাউনটিবিলিটি কমিশনের চেয়ারম্যান এস.সি দাস সহ অন্যান্যরা।
সেমিনারে আলোচনা করতে গিয়ে উচ্চ আদালতের বিচারপতি অরিন্দম লোধ বলেন দেশ স্বাধীন হওয়ার ৭৫ বছর পর তিনটি আইনকে সংস্কার করে নতুন ভাবে প্রণয়ন করা হয়েছে। নাগরিক সুরক্ষা আইনের মাধ্যমে দেশের জনপ্রতিনিধিরা চাইছে দেশের নাগরিকদের সুরক্ষা সুনিশ্চিত করতে। পাশাপাশি তিনি নতুন তিনটি আইনের বিষয়ে তুলে ধরেন।