স্যন্দন ডিজিটাল ডেস্ক। আগরতলা। ১৩ জুলাই : ত্রিস্তর পঞ্চায়েত নির্বাচনে রাজনগরের জেলা পরিষদের প্রার্থী বাদল শীল বর্তমানে চিকিৎসাধীন জিবি হাসপাতালে। তাঁর বর্তমান অবস্থা সংকটজনক। শনিবার সকালে তার শারীরিক অবস্থার খোঁজখবর নিতে জিবি হাসপাতালে ছুটে গেলেন প্রাক্তন মুখ্যমন্ত্রী তথা পলিটব্যুরোর সদস্য মানিক সরকার। তিনি হাসপাতালে গিয়ে চিকিৎসক ও স্বাস্থ্যকর্মী সহ আহত প্রার্থীর পরিবারের লোকজনদের সাথে কথা বলেন।
তারপর তিনি সংবাদ মাধ্যমের মুখোমুখি হয়ে বলেন, নির্বাচনের আগে শাসকদলের এ ধরনের সন্ত্রাস দুর্বলতার লক্ষণ। কারণ তারা মানুষের মুখোমুখি হতে চায় না। তাই তারা এ ধরনের সন্ত্রাস নামিয়ে আনছে। গত বিধানসভা নির্বাচনে ৬১ শতাংশ ভোট তারা পায়নি। অপরদিকে লোকসভা নির্বাচনে তারা বৃহত্তর জালিয়াতি করে ৭০ থেকে ৭১ শতাংশ ভোট পেয়েছে। তাই ভারতীয় জনতা পার্টি বুঝতে পারছে এই বৃহৎ অংশে মানুষ পঞ্চায়েত নির্বাচনে তাদের ভোট দেবে না। এবং মানুষ ভালো করেই জানে জনকল্যাণে এ সরকার কোন ভূমিকা নিচ্ছে না। ফলে কি মুখ নিয়ে মানুষের সামনে দাঁড়াবে সেটা ভেবে উঠতে না পেরে এ ধরনের সন্ত্রাস করে ১৯ এর মত পঞ্চায়েত নির্বাচন লুট করার চেষ্টা করছে। আহত প্রার্থীকে ভারতীয় জনতা পার্টির দুর্বৃত্তরা এদিন খুন করার চেষ্টা করেছে বলে অভিযোগ করলেন তিনি। এদিন প্রাক্তন মুখ্যমন্ত্রীর সাথে ছিলেন বামফ্রন্টের আহবায়ক নারায়ণ কর, প্রাক্তন বিধায়ক সুধন দাস। এদিকে বিরোধী দলনেতা জিতেন্দ্র চৌধুরীও জিবি হাসপাতালে গিয়ে খবর নেন আহত প্রার্থী। এ ধরনের ঘটনার তীব্র নিন্দা জানান তিনি।