স্যন্দন ডিজিটাল ডেস্ক। আগরতলা। ১২ জুলাই : ঊষাবাজার স্থিত ভারত রত্ন সংঘ ক্লাবের সম্পাদক দূর্গা প্রসন্ন দেব ওরফে ভিকি হত্যা কান্ডের মূল অভিযুক্ত রাজু বর্মনের অতিসত্বর ফাঁসির দাবিতে শুক্রবার আগরতলা কোর্ট চত্বরে সমবেত হয় এলাকার লোকজন। এলাকার লোকজন হাতে প্ল্যাকার্ড নিয়ে আগরতলা কোর্ট চত্বরে সামিল হয়।
এলাকাবাসিদের পক্ষ থেকে দাবি জানানো হয় অভিযুক্ত রাজু বর্মণকে কোন ভাবেই যেন জামিন দেওয়া না হয়। মৃত দুর্গা প্রসন্ন দেব ওরফে ভিকি-র স্ত্রী সংবাদ মাধ্যমের মুখোমুখি হয়ে দাবি জানান রাজু বর্মণকে যেন কোন ভাবেই জামিন দেওয়া না হয়। পাশাপাশি তার ফাঁসির দাবি জানান।
তিনি আরও জানান রাজু বর্মণকে জামিন দেওয়া হলে ভিকির মতো আরও অনেককে অকালে প্রান দিতে হবে। এদিকে আইনজীবী শংকর লোধ জানান, অভিযুক্ত রাজু বর্মনকে দশ দিনের পুলিশ রিমান্ডের দাবি জানিয়ে আদালতে তোলা হয়েছে। উল্লেখ্য, গত ৩০ এপ্রিল সন্ধ্যার এয়ারপোর্ট থানাধীন শালবাগান এলাকায় গুলি করে হত্যা করা হয়েছিল ভারতরত্ন সংঘ ক্লাবের সম্পাদক দূর্গা প্রসন্ন দেবকে। পুলিশের তদন্তে উঠে আসে এই ঘটনায় মূল অভিযুক্ত রাজু। পুলিশ গত দুমাস তাকে বিভিন্ন জায়গায় খুঁজে বেড়ালেও তার কোন সন্ধান করতে পারেনি। অবশেষে গৌহাটি থেকে তাকে জালে তুলেছে। তবে ঘটনার এক মাসের মধ্যেই পুলিশ বেশ কয়েকজনকে জালে তুলেছে। তাদের মধ্যে রাজুর ভাই রাকেশ বর্মনও রয়েছে। পুলিশ দুর্গা বাড়ি চা বাগান সংলগ্ন এলাকা থেকে উদ্ধার করেছে খুনকাণ্ডে ব্যবহৃত পিস্তল।