Thursday, March 27, 2025
বাড়িরাজ্যপশ্চিম ত্রিপুরা জেলায় কঠোর নিরাপত্তার মধ্য দিয়ে হবে শান্তিপূর্ণ নির্বাচন, আশ্বস্ত করেন...

পশ্চিম ত্রিপুরা জেলায় কঠোর নিরাপত্তার মধ্য দিয়ে হবে শান্তিপূর্ণ নির্বাচন, আশ্বস্ত করেন জেলা শাসক

স্যন্দন ডিজিটাল ডেস্ক। আগরতলা। ১২ জুলাই : রাজ্য নির্বাচন কমিশনার গত মঙ্গলবার ত্রিস্তর পঞ্চায়েত নির্বাচনের দিনক্ষণ ঘোষণা করেছেন। ১১ জুলাই থেকে ১৮ জুলাই পর্যন্ত মনোনয়ন পত্র দাখিল করার দিনক্ষণ নির্ধারণ করা হয়েছে। জেলা পরিষদের যে মনোনয়নপত্র দাখিল হবে সেগুলি পশ্চিম ত্রিপুরা জেলা শাসক কার্যালয়ে গ্রহণ করা হবে। অপরদিকে পঞ্চায়েত সমিতি এবং গ্রাম পঞ্চায়েতের মনোনয়ন পত্র গ্রহণ করা হবে ব্লক কার্যালয়ে। পশ্চিম ত্রিপুরা জেলায় পাঁচটি ব্লক রয়েছে।

এগুলি হলো জিরানিয়া ব্লক, মোহনপুর ব্লক, বামুটিয়া ব্লক, ডুকলি ব্লক, পুরাতন আগরতলা ব্লক। এর মধ্যে পঞ্চায়েত রয়েছে। এর মধ্যে মোট ভোটারের সংখ্যা ২,১৮,৩৬২ জন। এরমধ্যে পুরুষ ভোটার ১,১০,০৭৩ জন এবং মহিলা ভোটার ১,০৮,২৮৫ জন। পাশাপাশি বৃহন্নলা রয়েছে ৪ জন। পশ্চিম ত্রিপুরা জেলায় গ্রাম পঞ্চায়েত রয়েছে ৯১ টি, ৫৫৬ টি কেন্দ্রে আসন সংখ্যা ১০১৩ টি। পঞ্চায়েত সমিতির ৬৫ টি কেন্দ্রে আসন সংখ্যা ৬৫ টি। জেলা পরিষদ ১৭ টি কেন্দ্রে আসন সংখ্যা ১৭ টি। ৮ আগস্ট সকাল সাতটা থেকে শুরু হবে ভোট। গণনা ১২ আগস্ট। এদিন সকাল আটটা থেকে শুরু হবে ভোট গণনা।শুক্রবার পশ্চিম ত্রিপুরা জেলা শাসক কার্যালয়ের সাংবাদিক সম্মেলন করে এ বিষয়ে বিস্তারিত জানান জেলাশাসক ডঃ বিশাল কুমার। শান্তিপূর্ণ নির্বাচন সম্পন্ন করতে প্রশাসন এবং পুলিশ প্রশাসন অত্যন্ত সজাগ রয়েছে। যারা আইন লঙ্ঘন করবে তাদের বিরুদ্ধে কঠোর পদক্ষেপ গ্রহণ করা হবে।

তিনি আরো জানেন খুব সহসাই রাজ্যে আসতে চলেছে সিআরপিএফ এর কোম্পানি। তারা নিরাপত্তার দায়িত্বে থাকবে। তিনি আরো জানান প্রথম দিন অর্থাৎ ১১ জুলাই পশ্চিম ত্রিপুরা জেলা শাসক কার্যালয়ে ১৭ টি মনোনয়ন পত্র জমা পড়েছে। একইভাবে কিছু মনোনয়নপত্র ব্লক কার্যালয়ে জমা পড়েছে। আয়োজিত সাংবাদিক সম্মেলনে পুলিশ আধিকারিক বিজয় দেববর্মা বলেন পশ্চিম জেলায় পর্যাপ্ত নিরাপত্তার ব্যবস্থা করা হয়েছে। তিনি বলেন পশ্চিম জেলায় ৪৯১ টি পোলিং স্টেশনের মধ্যে ১৩ টি অতি স্পর্শকাতর এবং ১১৪ টি কেন্দ্র স্পর্শকাতর ভোট কেন্দ্র হিসেবে চিহ্নিত করা হয়েছে। ভোট কেন্দ্রের ভেতরে নিরাপত্তার জন্য টিএসআর জোয়ান এবং পুলিশ কর্মীরা থাকবেন। পশ্চিম জেলার নিরাপত্তার জন্য ১ হাজার৭২৮ জন টিএসআর এবং ১ হাজার ২১৫ জন ত্রিপুরা পুলিশ কর্মী থাকবেন। একইভাবে কেন্দ্রীয় আধা সামরিক বাহিনীর জোয়ান ভোটকেন্দ্রের বাইরে টহলদারি এবং আইনশৃঙ্খলা রক্ষার দায়িত্ব পালন করবে।

সম্পরকিত প্রবন্ধ

সবচেয়ে জনপ্রিয়

সাম্প্রতিক মন্তব্য