Monday, March 24, 2025
বাড়িরাজ্যঊনকোটি জেলায় বাম, কংগ্রেস জোট হয়ে লড়বে বিজেপির বিরুদ্ধে - ঘোষণা দুই...

ঊনকোটি জেলায় বাম, কংগ্রেস জোট হয়ে লড়বে বিজেপির বিরুদ্ধে – ঘোষণা দুই দলের নেতৃত্বের

স্যন্দন ডিজিটাল ডেস্ক। আগরতলা। ১২ জুলাই : গ্রাম পঞ্চায়েত নির্বাচন ঘোষণা হতেই ঊনকোটি জেলার জেলা সদর কৈলাসহরে প্রতিটি রাজনৈতিক দলের দৌড়ঝাঁপ শুরু হয়েছে। কংগ্রেস এবং সি.পি.আই.এম দল ঊনকোটি জেলার জেলা পরিষদ, জেলার অধীনে থাকা কুমারঘাট পঞ্চায়েত সমিতি, চন্ডীপুর পঞ্চায়েত সমিতি ও গৌরনগর পঞ্চায়েত সমিতি এবং জেলার অধীনে থাকা সবকয়টি গ্রাম পঞ্চায়েত ভোটে একসাথে মিলে বিজেপির বিরুদ্ধে লড়াই করার সিদ্ধান্ত চূড়ান্ত হয়েছে।

শুক্রবার দুপুরে কৈলাসহর স্থিত জেলা কংগ্রেস ভবনে ইন্ডিয়া জোটের পক্ষ থেকে এক সাংবাদিক সম্মেলনে এ কথা জানান বিধায়ক বিরজিত সিনহা। সঙ্গে উপস্থিত ছিলেন জেলা কংগ্রেসের সভাপতি মোঃ বদরুজ্জামান, সি.পি.আই.এম ঊনকোটি জেলা কমিটির সম্পাদক কৃষ্ণেন্দু চৌধুরী, কৈলাসহর মহকুমা কমিটির সম্পাদক বিশ্বরূপ গোস্বামী। সাংবাদিক সম্মেলনে বিধায়ক বিরজিত সিনহা আরো জানান, বিগত ২০২৩সালের বিধানসভা ভোটের ন্যায় এবং ২০২৪ সালের লোকসভা ভোটের ন্যায় আসন্ন ত্রিস্তর গ্রাম পঞ্চায়েত নির্বাচনেও ঊনকোটি জেলায় কংগ্রেস ও সি.পি.আই.এম এই দুই দল একসাথে মিলে লড়াই করবে। কৈলাশহরে প্রধানমন্ত্রী আবাস যোজনায়, রেগা প্রকল্প সহ আরও অন্যান্য বিভিন্ন প্রকল্পে শাসক বিজেপি দলের পক্ষ থেকে ব্যাপক দুর্নীতি করা হয়েছে। বিজেপির এই দুর্নীতির বিরুদ্ধে সাধারণ মানুষেরা মুখিয়ে রয়েছেন ইন্ডিয়া জোটের প্রার্থীদের ভোট দিয়ে জয়লাভ করানোর জন্য। এবারের ভোটে যদি বিজেপি দলের পক্ষ থেকে ইন্ডিয়া জোটের কর্মী সমর্থকদের কোনো ধরনের ভয়ভীতি দেখানো হয় কিংবা কোনো ধরনের সন্ত্রাস করা হয়ে থাকে তাহলে ইন্ডিয়া জোটের পক্ষ থেকে শক্ত হাতে মোকাবিলা করা হবে বলেও জানান বিরজিৎ সিনহা।

 সাংবাদিক সম্মেলনে সি.পি.আই.এম ঊনকোটি জেলা কমিটির সম্পাদক কৃষ্ণেন্দু চৌধুরী জানান যে, আসন্ন নির্বাচনে তেরো আসন বিশিষ্ট ঊনকোটি জেলা পরিষদের কুমারঘাট ব্লকের অধীনে ছয়টি আসন রয়েছে। এই ছয়টি আসনের মধ্যে কংগ্রেস তিনটি আসনে ও সি.পি.আই.এম তিনটি আসনে প্রার্থী দেবে। গৌরনগর ব্লকের অধীনে থাকা চারটি আসনের মধ্যে কংগ্রেস দুইটি আসনে ও সি.পি.আই.এম দুইটি আসনে প্রার্থী দেবে। চন্ডীপুর ব্লকের অধীনে থাকা তিনটি আসনের মধ্যে কংগ্রেস একটি আসনে ও সি.পি.আই.এম দুইটি আসনে প্রার্থী দেবে। এভাবে জেলার তিনটি পঞ্চায়েত সমিতি এবং জেলার অধীনে থাকা সবকয়টি গ্রাম পঞ্চায়েতের আসনেও একত্রিত হয়ে প্রার্থী দেওয়া হবে বলে জানান কৃষ্ণেন্দু চৌধুরী। কংগ্রেস এবং সি.পি.আই.এম দুই দল একত্রিত হয়ে ইন্ডিয়া জোটের হয়ে প্রার্থী দেওয়ার সিদ্ধান্ত নেওয়াতে ভোটের লড়াই অনেকটাই কঠিন হয়ে গেছে বলে রাজনৈতিক বিশেষজ্ঞদের অভিমত। এখন দেখার বিষয় বিধানসভা, লোকসভা নির্বাচনের পর কতটা সফল হয় পঞ্চায়েত নির্বাচনে কংগ্রেস এবং সিপিআইএমের জোট।

সম্পরকিত প্রবন্ধ

সবচেয়ে জনপ্রিয়

সাম্প্রতিক মন্তব্য