Saturday, January 25, 2025
বাড়িরাজ্যপঞ্চায়েত নির্বাচনের আগে পৃথক রাজ্যের দাবি নিয়ে ময়দানে ঝাপালো আইপিএফটি

পঞ্চায়েত নির্বাচনের আগে পৃথক রাজ্যের দাবি নিয়ে ময়দানে ঝাপালো আইপিএফটি

স্যন্দন ডিজিটাল ডেস্ক। আগরতলা। ৮ জুলাই : পঞ্চায়েত নির্বাচনের মুখে সরকারের শরিক দল আইপিএফটি -র যুব সংগঠন কাঞ্চনপুর থেকে লংমার্চ শুরু করল সোমবার। এদিন ফিতা কেটে এই লংমার্চের সূচনা করেন আইপিএফটি দলের সভাপতি প্রেম কুমার রিয়াং। খুমুলুঙ পর্যন্ত হবে এই লংমার্চ। এদিন লংমার্চে উপস্থিত ছিল গনা কয়েক কর্মী সমর্থক।

পঞ্চায়েত নির্বাচনের আগে দলের অস্তিত্ব সংকটে হওয়ায় এ আন্দোলন দলের কাছে অত্যন্ত গুরুত্বপূর্ণ। দলের সুপ্রিমো এন সি দেববর্মা প্রয়াত হওয়ার পর থেকে তিপ্রা মথার উত্থান শুরু হয় রাজ্যের পাহাড়ে। মথার দাবির সঙ্গে রাত দিন ফারাক নয় আইপিএফটি -র দাবি। এই দাবির উপর ভর করে এবার অস্তিত্বের জানান দিতে ময়দানে ঝাঁপিয়েছে দল। এমনটাই মনে করছে রাজনৈতিক মহল। কারণ অস্তিত্ব রক্ষা করা দলের বর্তমান হাই কমান্ডের কাছে বড় চ্যালেঞ্জ হয়ে দাঁড়িয়েছে। বিগত বিধানসভা নির্বাচনে আশা অনুরূপ ফল করতে পারেনি দল। একটি আসনে মাত্র জয়ী হয়েছে আইপিএফটি। বিজেপি -র কেন্দ্রীয় নেতৃত্ব আইপিএফটির উপর বড় আশা করেছিল।

 কিন্তু ফলাফল যে এতটা নিরাশজনক হবে সেটা বুঝে উঠতে পারেনি কেন্দ্রীয় নেতৃত্ব। কিন্তু তারপর দ্বিতীয়বার সরকারের গড়লেও হতাশ করেনি আইপিএফটিকে। সঙ্গে রেখে সরকার পরিচালনা করছে বিজেপি। এরই মধ্যে আসন্ন পঞ্চায়েত নির্বাচন ঘোষণা হওয়ার ইঙ্গিত রয়েছে নির্বাচন কমিশন থেকে। এর আগে লংমার্চের নাম করে বিজেপির অপছন্দের দাবি নিয়ে সরব হয়েছে বড় আশাবাদী আইপিএফটি। কর্মী স্বল্পতা থাকলেও দাবি তোলে নিজেদের জাহির করছে দলের নেতৃত্ব।

সম্পরকিত প্রবন্ধ

সবচেয়ে জনপ্রিয়

সাম্প্রতিক মন্তব্য