Thursday, January 16, 2025
বাড়িরাজ্যরাজ্যে মাথাপিছু বাৎসরিক আয় দিয়ে দাঁড়িয়েছে ১ লক্ষ ৫৯ হাজার ৪১৯ টাকা...

রাজ্যে মাথাপিছু বাৎসরিক আয় দিয়ে দাঁড়িয়েছে ১ লক্ষ ৫৯ হাজার ৪১৯ টাকা : রতন

স্যন্দন ডিজিটাল ডেস্ক। আগরতলা। ৫ জুলাই : শুক্রবার রাজধানীর আগরতলার প্রজ্ঞা ভবনে এক অনুষ্ঠানের মধ্য দিয়ে কৃষি আধিকারিক পদে নির্বাচিত প্রার্থীদের চাকরির অফার বিতরণ করা হয়। নির্বাচিত প্রার্থীদের হাতে চাকরির অফার তুলে দেন রাজ্যের কৃষি মন্ত্রী রতন লাল নাথ। বক্তব্য রাখতে গিয়ে রাজ্যের কৃষি মন্ত্রী রতন লাল নাচ বলেন ২০১৭-১৮ সালে রাজ্যে মাথাপিছু বাৎসরিক আয় ছিল ১ লক্ষ ৪৪৪ টাকা।

২০২২৩ সালে মাথাপিছু বাৎসরিক আয় বেড়ে দাঁড়িয়েছে ১ লক্ষ ৫৯ হাজার ৪১৯ টাকা। অর্থাৎ সাধারণ মানুষের আয় বেড়েছে। বেড়েছে সাধারণ মানুষের ক্রয় ক্ষমতা। ২০১৮ সালে ভারতীয় জনতা পার্টি নেতৃত্বাধীন সরকার ত্রিপুরায় প্রতিষ্ঠিত হওয়ার আগে জি এস ডি পি অর্থাৎ গ্রোথ স্টেট ডোমেস্টিক প্রোডাক্ট এর পরিমাণ ছিল ৪৩ হাজার ৭১৫ কোটি টাকা। বর্তমানে এই গ্রোথ স্টেট ডোমেস্টিক প্রোডাক্ট এর পরিমাণ গিয়ে দাঁড়িয়েছে ৮০ হাজার কোটি টাকা। ২০২৫ সালে এই সম্পদের পরিমাণ বাড়িয়ে এক লক্ষ কোটি টাকা করার পরিকল্পনা রয়েছে সরকারের। এদিন এই অফার বিতরণ অনুষ্ঠানে উপস্থিত ছিলেন রাজ্যের কৃষি দপ্তরের অন্যান্য আধিকারিকরা।

সম্পরকিত প্রবন্ধ

সবচেয়ে জনপ্রিয়

সাম্প্রতিক মন্তব্য