স্যন্দন ডিজিটাল ডেস্ক। আগরতলা। ৫ জুলাই : শিক্ষা স্বাস্থ্য সহ বিভিন্ন দপ্তরের সমস্ত শূন্যপদ অবিলম্বে পূরণ করা, এস টি জি টি, পি আই, জি আর এস, জেল পুলিশ, পুলিশ, জে বি টি -র গ্রুপ ডি -র নিয়োগ প্রক্রিয়া ও বিলম্বের সম্পূর্ণ করা, সরকারি দপ্তরের নিয়োগ বন্ধ করা সহ পাঁচ দফা দাবিতে ডি ওয়াই এফ আই সদর ডিভিশন কমিটির পক্ষ থেকে এক বিক্ষোভ মিছিল সংঘটিত করা হয় আগরতলা শহরে।
বিক্ষোভ মিছিলটি ছাত্র যুব ভবন থেকে শুরু হয়ে আগরতলা শহরের বিভিন্ন পথ পরিক্রমা করে। মিছিলে উপস্থিত ডি ওয়াই এফ আই রাজ্য সভাপতি পলাশ ভৌমিক জানান, নেশার বিরুদ্ধে এবং কর্মসংস্থানের দাবিতে রাজ্যব্যাপী কর্মসূচি গ্রহণ করেছে ডি ওয়াই এফ আই। তিনি বলেন বর্তমানে রাজ্যের যুবকদের ধ্বংসের দিকে নিয়ে যাচ্ছে সরকার। কারণ একদিকে কর্মসংস্থানের সংকট, অপরদিকে শূন্য পদ পূরণ করা হচ্ছে না এবং নেশার রমরমা চলছে। এরই প্রতিবাদ জানিয়ে এই কর্মসূচির আয়োজন বলে জানান তিনি।