স্যন্দন ডিজিটাল ডেস্ক। আগরতলা। ১৫ মার্চ : মহিলাদের ক্ষমতায়নে সরকারী চাকুরীতে ৩৩ শতাংশ সংরক্ষণ সহ একগুচ্ছ সিদ্ধান্ত গ্রহণের জন্য মুখ্যমন্ত্রীকে ধন্যবাদ জানিয়ে মঙ্গলবার মিছিল সংগঠিত করল ৯ বনমালীপুর মণ্ডল মহিলা মোর্চা। এদিন মণ্ডল কার্যালয় থেকে মিছিল শুরু হয়ে মণ্ডল এলাকার বিভিন্ন পথ পরিক্রমা করে।
গত ৮ মার্চ রাজ্যের নারীদের অধিকার ফিরিয়ে দেওয়ার জন্য মুখ্যমন্ত্রী স্বামী বিবেকানন্দ ময়দান থেকে স্বরাষ্ট্র মন্ত্রীর উপস্থিতিতে একাধিক সিদ্ধান্ত ঘোষণা করেছে। আগামী দিনের নারীদের জন্য বিশাল বড় প্রাপ্তি এই সংরক্ষণের সিদ্ধান্ত। মহিলাদের স্ব-শক্তিকরণের মাধ্যমে কর্মদ্যোগী করে তোলাই মূল লক্ষ্য। আন্দোলন ছাড়াই মাতৃশক্তিকে অনেক কিছু দিয়েছেন মুখ্যমন্ত্রী। তাই তাঁকে ধন্যবাদ জানিয়ে রাজ্যের প্রতিটি মণ্ডল, পঞ্চায়েত ও বুথে মহিলা মোর্চার উদ্যোগে এই মিছিল আয়োজন করা হচ্ছে বলে জানান মহিলা মোর্চার প্রদেশ সভানেত্রী ঝর্না দেববর্মা।