স্যন্দন ডিজিটাল ডেস্ক। আগরতলা। ১৫ মার্চ : কেন্দ্রীয় ট্যাক্সটাইল মন্ত্রকের ট্যাক্সটাইল কমিটির উদ্যোগে মঙ্গলবার প্রজ্ঞাভবনে ক্লাস্টার স্তরে সচেতনতা মূলক অনুষ্ঠানের আয়োজন করা হয়। এই অনুষ্ঠানের সূচনা করেন মন্ত্রী মেবার কুমার জমাতিয়া। উপস্থিত ছিলেন হস্ত কারু নিগমের চেয়ারম্যান বলাই গোস্বামী সহ অন্যান্যরা।
হস্ততাত ও হস্তকারু শিল্পের সঙ্গে যুক্তদের দ্বারা তৈরি সামগ্রীর গুন গত মানোন্নয়ন এবং আধুনিক প্রযুক্তির সহায়তা নিয়ে তার প্রচার ও প্রসার ঘটানোর জন্য এই অনুষ্ঠানের আয়োজন করা হয়েছে বলে জানান মন্ত্রী মেবার কুমার জমাতিয়া। অ্যাপ্সের ব্যবহার গ্রামীন এলাকা পর্যন্ত পৌঁছে দিতে উদ্যোগ নিতে হবে দপ্তরকে। প্রধানমন্ত্রী কৃষি ও হস্ততাতে কারু শিল্পের উপর গুরুত্ব আরোপ করেছেন। সঠিক জাগ্রুপতাই পারে এই উদ্দেশ্যের সাফল্য আনতে বলে জানান তিনি।