স্যন্দন ডিজিটাল ডেস্ক। আগরতলা। ১৫ মার্চ : আত্মনির্ভর হওয়ার প্রথম শর্ত হচ্ছে আমদানি কমিয়ে রপ্তানী বৃদ্ধি করা। ২০১৮ সালে রাজ্যে ৩৫০ কোটি টাকার সামগ্রী আমদানি করা হতো। এখন ৬০০ কোটি টাকার সামগ্রী আমদানি করা হচ্ছে। অন্যদিকে রপ্তানী যেখানে ছিল ১০ কোটি টাকা তা বৃদ্ধি পেয়ে হয়েছে ২১০ কোটি টাকা।
শিল্পের যে কোন মাধ্যমের মধ্যে দিয়ে এই রপ্তানী বৃদ্ধি পেয়েছে। মঙ্গলবার ত্রিপুরা বিদ্যুৎ নিগম আয়োজিত জন সংযোগ অভিযানে অংশ নিয়ে একথা বলেন টি আই ডি সি-র চেয়ারম্যান টিঙ্কু রায়। রাজ্যে বিভিন্ন স্থানে শিল্প স্থাপন হচ্ছে। আর শিল্প গড়ে ওঠা মানেই বিদ্যুৎ -র প্রয়োজন। কুমারঘাটে নতুন পাচটি ফ্যাক্টরি হচ্ছে। স্বাভাবিক বিদ্যুৎ এর চাহিদা বেড়েছে। কিন্তু নিগমের কাছে কিছু সীমাবদ্ধতা থাকায় পরিষেবা প্রদান ব্যহত হচ্ছে। এটা বোঝা উচিত শিল্পোদ্যোগীদের। সাধারন মানুষকে সর্বাধিক গুরুত্ব দেওয়া হয়েছে। প্রত্যেকটি বাড়িতে বিদ্যুৎ সংযোগ দেওয়া হচ্ছে। ক্রমান্বয়ে ঘটছে পরিকাঠামোর উন্নয়ন বলে জানান তিনি। ছিলেন পুরাতন আগরতলা ব্লকের চেয়ারম্যান বিশ্বজিৎ শীল , টি এস ই সি এল –র এম ডি দেবাশিস সরকার সহ অন্যান্যরা।