Saturday, July 27, 2024
বাড়িরাজ্যপন্ডিত জহরলাল নেহেরুর মৃত্যুবার্ষিকী উদযাপন কংগ্রেসের

পন্ডিত জহরলাল নেহেরুর মৃত্যুবার্ষিকী উদযাপন কংগ্রেসের

স্যন্দন ডিজিটাল ডেস্ক। আগরতলা। ২৭ মে : পন্ডিত জওহরলাল নেহেরু ভারতীয় জাতীয় কংগ্রেসের রাজনীতিবিদ, ভারতীয় স্বাধীনতা আন্দোলনের অন্যতম প্রধান নেতা এবং স্বাধীন ভারতের প্রথম প্রধানমন্ত্রী ছিলেন। দূর দৃষ্টি সম্পন্ন আদর্শবাদী পন্ডিত এবং কূটনীতিবিদ নেহেরু ছিলেন একজন আন্তর্জাতিক ভাবে খ্যাতি সম্পন্ন ব্যক্তিত্ব।

পাশাপাশি তিনি ছিলেন একজন বিশিষ্ট লেখক। ১৮৮৯ সালের ১৪ নভেম্বর এলাহাবাদে তিনি জন্মগ্রহণ করেছিলেন। ১৯৬৪ সালে ২৭ মে নয়া দিল্লিতে মৃত্যু হয় জহরলাল নেহেরুর। সোমবার প্রদেশ কংগ্রেস ভবনে পন্ডিত জহরলাল নেহেরুর ৬০ তম মৃত্যু বার্ষিকী পালন করা হয়। এদিন জহরলাল বাল মঞ্চের উদ্যোগে আগরতলা কংগ্রেস ভবনে প্রয়াত দেশের প্রথম প্রধানমন্ত্রী জহরলাল নেহেরুর ৬০ তম মৃত্যুবার্ষিকী পালন করা হয়। উপস্থিত ছিলেন যুব কংগ্রেসের সভাপতি, মহিলা কংগ্রেসের সভাপতি, সদর জেলা কংগ্রেসের সভাপতি সহ জহরলাল বাল মঞ্চের রাজ্য চেয়ারম্যান আলক গোস্বামী। তাঁরা সকলের পন্ডিত জহরলাল নেহেরুর প্রতিকৃতিতে পুষ্পার্ঘ্য অর্পণ করে শ্রদ্ধা জানান।

সম্পরকিত প্রবন্ধ

সবচেয়ে জনপ্রিয়

সাম্প্রতিক মন্তব্য